অ্যাকসেসিবিলিটি লিংক

'রুশ নেতৃত্ব’ তালিবানকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে:রাষ্ট্রদূত


২০২৪ সালের ৪ অক্টোবর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস সার্ভিস দ্বারা প্রকাশিত এই ছবিতে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মস্কোতে তাদের আলোচনার আগে একটি ছবির জন্য পোজ দেন৷
২০২৪ সালের ৪ অক্টোবর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস সার্ভিস দ্বারা প্রকাশিত এই ছবিতে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মস্কোতে তাদের আলোচনার আগে একটি ছবির জন্য পোজ দেন৷

রাশিয়া শুক্রবার জানায়, আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবানকে মস্কোর সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে একটি " গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত" নেওয়া হয়েছে।

দক্ষিণ এশীয় দেশগুলির জন্য রাশিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্রদূত জামির কাবুলভকে উদ্ধৃত করে রাষ্ট্র পরিচালিত টিএএসএস বার্তা সংস্থা বলে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলি ফেডারেল আইনের সাথে সঙ্গতি রেখে তালিবানকে তালিকা থেকে সরানোর জন্য "আইনি প্রক্রিয়ার শেষের দিকে রয়েছে"।

কাবুলভ বলেন, "এ বিষয়ে রুশ নেতৃত্ব ইতোমধ্যেই একটি মূল সিদ্ধান্ত নিয়েছে।আশা করি, শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।"

এই মন্তব্যগুলি আসে যেদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সভাপতিত্বে আফগানিস্তান নিয়ে আলোচনার জন্য মস্কো আঞ্চলিক দেশগুলির সাথে একটি সম্মেলনের আয়োজন করে।

পরবর্তীতে, ল্যাভরভ তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে একটি দ্বিপাক্ষিক আলোচনা করেন। ল্যাভরভ শুক্রবার রাশিয়ার রাজধানীতে মস্কো ফরম্যাট প্ল্যাটফর্মের অধীনে আয়োজিত বহুপাক্ষিক অনুষ্ঠানে তার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান এবং উজবেকিস্তানের মতো দেশের প্রতিনিধিদের উদ্দেশে তার উদ্বোধনী বক্তৃতায় ল্যাভরভ বলেন, "আমরা বর্তমান আফগান সরকারের সাথে একটি বাস্তবসম্মত সংলাপ বজায় রাখার গুরুত্বের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

ল্যাভরভ অঙ্গীকার করেন, "মস্কো কাবুলের সাথে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন অব্যাহত রাখবে।"

রাশিয়া ২০১৭ সালে মস্কো ফর্ম্যাট চালু করে এবং তখন থেকে এই মাধ্যমটি দরিদ্র, যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান যে সকল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি, তা নিয়ে আলোচনা করার জন্য একটি নিয়মিত প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

শুক্রবারের সমাবেশে তার সম্প্রচারিত ভাষণে মুত্তাকি তালিবানকে কাজাখস্তান এবং কিরগিজস্তানের নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে সরিয়ে নেওয়ার সাম্প্রতিক ঘোষণাকে স্বাগত জানান।

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে তিন বছর আগে যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী প্রত্যাহার করে আনার পর আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে তালিবান। এরপর থেকেই মস্কো তালিবানের সাথে অনানুষ্ঠানিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জুলাইয়ে বলেন, রাশিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালিবানকে তাদের মিত্র বলে মনে করে। সাবেক আফগান বিদ্রোহী গোষ্ঠীটি ২০০৩ সাল থেকে রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আফগানিস্তানে মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং আইএস-খোরাসান (আইএস-কে) নামে পরিচিত ইসলামিক স্টেটের অধিভুক্ত একটি আঞ্চলিক গোষ্ঠীর সাথে লড়াই করার জন্য তালিবানের প্রশংসা করেন।

মুত্তাকি সমস্ত আঞ্চলিক দেশকে "আইএসআইএস দ্বারা তাদের নাগরিকদের নিয়োগ রোধে সহযোগিতা করার জন্য এবং তারপরে তাদেরকে আফগানিস্তান ও অন্যান্য দেশে নাশকতামূলক অভিযান চালানোর জন্য পাঠানো প্রতিরোধ" করতে আহ্বান জানান। তিনি আইএস-কে-এর একটি আদ্যাক্ষর ব্যবহার করেন, যাকে জাতিসংঘ আফগান মাটি থেকে উঠে আসা আঞ্চলিক হুমকির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বর্ণনা করে।

তালিবানের পররাষ্ট্রমন্ত্রী কোনো দেশের নাম বলেননি, তবে গত সপ্তাহে কাবুল আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে,এই সন্ত্রাসী গোষ্ঠীটি পাকিস্তানের ঘাঁটি থেকে হামলা চালাচ্ছে। কিন্তু, ইসলামাবাদের কর্মকর্তারা এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিযোগ অস্বীকার করেন।

কোনও দেশ আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যদিও চীন এবং সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে তালিবান-নিযুক্ত রাষ্ট্রদূতদের গ্রহণ করেছে।

ওয়াশিংটন তালিবানের প্রতি নিষেধাজ্ঞাগুলি শিথিল করার প্রতি বা আফগানিস্তানের ন্যায্য সরকার হিসাবে তালিবানকে স্বীকৃতি দেওয়ার দিকে যে কোন পদক্ষেপের বিরোধিতা অব্যাহত রেখেছে। ওয়াশিংটন বলে, আন্তর্জাতিক বৈধতা এবং সমর্থন পেতে কাবুলকে অবশ্যই তাদের মানবাধিকার নিয়ে কার্যপ্রণালি উন্নত করতে হবে।

XS
SM
MD
LG