০৫:৪৩
২.১০.২০২৪
ইসরায়েলের উপর ইরানের হামলা সম্পর্কে যা জানা গেছে
ইসরায়েলের উপর ইরানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলার ফলাফলের পূর্ণ চিত্র এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাপ্রবাহ সম্পর্কে যা জানা গেছে, তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলঃ
- মঙ্গলবার (১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০-এ ইসরায়েল জানায়, ইরান থেকে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।
- গোটা ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়, লক্ষ লক্ষ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
- ইরান জানায়, সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যা, ইসরায়েলি হামলায় বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, অন্যান্য শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস বাহিনীর জেনেরাল আব্বাস নিলফরুশানের মৃত্যুর পাল্টা জবাব হিসেবে, আত্মরক্ষার অধিকারের ভিত্তিতে তারা এক রাশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে।
- ইসরায়েল বলে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রর বেশির ভাগ ভূপাতিত করেছে। তবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পাওয়া যায়নি।
- যুক্তরাষ্ট্র জানায় তাদের নৌবাহিনীর দুটো যুদ্ধ জাহাজ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সক্রিয় ভাবে সাহায্য করে এবং অন্তত ১২টি ইন্টারসেপ্টার রকেট নিক্ষেপ করে।
- ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বাহিনী দাবী করে তাদের ক্ষেপণাস্ত্রর ৯০ শতাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তারা বলে, তেল আভিভের কাছে তিনটি সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্র আক্রমণের মূল লক্ষ্য ছিল।
- যুক্তরাষ্ট্র হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির জন্য ইরানের নিন্দা জানায় এবং ইসরায়েলের প্রতি সম্পূর্ণ সমর্থন ঘোষণা করে। প্রেসিডেন্ট বাইডেন জানান, পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা ইসরায়েলের সাথে আলোচনা করবেন।
- ইরান এবং ইরাকে শত শত মানুষ ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার খবরে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইরান বড় ভুল করেছে এবং সেজন্য তাদের মূল্য দিতে হবে। তিনি পাল্টা হামার অঙ্গীকার করেন।
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তাদের অভিযান শেষ হয়েছে। তবে ইরান হুঁশিয়ার দেয় যে, ইসরায়েল যদি পাল্টা জবাব দেয়ার চেষ্টা করে তাহলে তারা “বিধ্বংসী আক্রমণের” মুখে পড়বে।
- ইসরায়েল সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হেগারি জানান, ইসরায়েলি বিমান বাহিনী সারা রাত মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী আক্রমণ চালিয়ে গেছে।
- বুধবার ভোরে ইসরায়েল জানায় তাদের বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।