অ্যাকসেসিবিলিটি লিংক

ডেঙ্গু রোগীরা ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন

এই ফটোগ্যালারিতে বেশ কয়েকজন ডেঙ্গু রোগীকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩১ জন, এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৯০ জন রোগী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গুর কারণে গত কয়েক দিনে ২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৭০৫ জন, এবং ১৪৩ জনের মৃত্যু হয়েছে।


XS
SM
MD
LG