রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং তার অনুগত আইনপ্রণেতাদের কাছ থেকে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ক্রমবর্ধমান সংশয়ের মধ্যে প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার নিউইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই বৈঠকের ঘোষণা দেন, যা জেলেন্সকির টিম ভয়েস অফ আমেরিকাকে নিশ্চিত করেছে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সাথে বৈঠকের একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হলো।
দুই নেতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্প ইউক্রেনে যুক্তরাষ্ট্র জড়িত থাকার বিষয়ে তার সংশয়ী মন্তব্যের জন্য পরিচিত। তিনি দাবি করেছে, তিনি নির্বাচিত হলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি করে দ্রুত সংঘাতের অবসান ঘটাতে পারেন।
বুধবার এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে ট্রাম্প জেলেন্সকির সমালোচনা করে বলেন, তিনি ট্রাম্পকে নিয়ে ‘কদর্য, কুৎসা’ করছেন। সম্প্রতি নিউ ইয়র্কার ম্যাগাজিনের এক নিবন্ধে জেলেন্সকি ট্রাম্পকে নিয়ে বলেন, “ট্রাম্প আসলে জানেন না কীভাবে যুদ্ধ থামাতে হয়, এমনকি যদি তিনি ভেবে থাকেন তিনি তা জানেন, তবু।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য বাইডেন প্রশাসনের সাথে ইউক্রেনের প্রেসিডেন্টও দায়ী বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
বুধবার ট্রাম্পের অনুগত কংগ্রেসের রিপাবলিকানরা নভেম্বরের নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ায় একটি গোলাবারুদ কারখানায় এই সপ্তাহের শুরুতে জেলেন্সকির সফরের আয়োজন করার জন্য যুক্তরাষ্ট্রে তার রাষ্ট্রদূত ওকসানা মারকারোভাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। জেলেন্সকি রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর জশ শাপিরোর সাথে সাক্ষাৎ করেন।
জেলেন্সকিকে লেখা এক চিঠিতে রিপাবলিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন বলেন, ইউক্রেনের জন্য অস্ত্র তৈরির কারখানা পরিদর্শনটি ‘ডেমোক্র্যাটদের সহায়তা করার জন্য ডিজাইন করা পক্ষপাতদুষ্ট প্রচারণা ইভেন্ট’ যা ‘নির্বাচনে হস্তক্ষেপের সমতুল্য’।