অ্যাকসেসিবিলিটি লিংক

সাকিবের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিয়ে নিলাম বিষয়টি এমন হবে না: পুলিশের আইজিপি মোঃ ময়নুল


ফাইল ফটোঃ বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান।
ফাইল ফটোঃ বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব আল হাসান দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে পুলিশের আইজিপি মোঃ ময়নুল ইসলাম সবকিছু বিবেচনা করে এ বিষয়ে অগ্রসর হওয়া হবে বলে ভয়েস অফ আমেরিকাকে জানান।

ভয়েস অফ আমেরিকাকে শুক্রবার (২৭ অগাস্ট) ময়নুল ইসলাম বলেন,“মামলা হলেই কাউকে গ্রেফতার করা হবে না, এটাই মূল কথা।”

“সাকিবের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিয়ে নিলাম কিংবা কিছু করে ফেললাম বিষয়টি এমন হবে না”- বলে যোগ করেন মোঃ ময়নুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান।

দেশে ফেরা নিয়ে নিরাপত্তা ঝুঁকি প্রসঙ্গেও সাকিব সংবাদ সম্মেলনে কথা বলেন।

সাকিব যোগ করেন, “যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ।"

গত ৫ আগস্ট নিহত পোশাক শ্রমিক রুবেল হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় ১৫৬ জনকে আসামি করা হয়। গত ২২ আগস্ট ঢাকার আদাবর থানায় হত্যা মামলাটি করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।

মামলা প্রসঙ্গে পুলিশের আইজিপি বলেন, “মামলা হলেই কাউকে গ্রেফতার করা হবে, এটা ভাবা ঠিক না। আবার মামলায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তিনি আইনের বাইরে থাকবে সেটাও ঠিক না। কারও বিরুদ্ধে মামলা হলে, সেখানে যার সম্পৃক্ততা পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনতে হবে। “

“সাকিবের মামলার বিষয়টি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা দেখছেন” বলে উল্লেখ করে মোঃ ময়নুল ইসলাম বলেন, “এখন তদন্ত কর্মকর্তা যদি তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়, তাহলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা হবে। সুতরাং সাকিব আল হাসানের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। “

এবছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব আল হাসান এখনো দেশে আসেননি। কানপুরে সংবাদ সম্মেলনেও সাকিব বলেছেন, দেশের পরিস্থিতি বদলে গেছে। তবে চাপের মধ্যে এত দিন তার মনোযোগ মাঠেই রেখেছেন সাকিব।

পুলিশের আইজিপি বলেন, “সাকিব আল হাসান বড় মাপের খেলোয়াড়। ফলে,আমরা যা কিছু করি না কেন সেটা আইনের ধারাবাহিকতা রেখেই করবো। সবকিছু বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট ম্যাচে ব্যাট করছেন সাকিব আল হাসান। চেন্নাই, ২১ সেপ্টেম্বর, ২০২৪।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট ম্যাচে ব্যাট করছেন সাকিব আল হাসান। চেন্নাই, ২১ সেপ্টেম্বর, ২০২৪।

সাকিবের নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেইঃ বিসিবি

সাকিব আল হাসান দেশে ফিরে আসলে তার নিরাপত্তার প্রশ্নে বিসিবির অবস্থানের প্রসঙ্গে সংস্থাটির সভাপতি ফারুক আহমেদ ভয়েস অফ আমেরিকাকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বলেন, “নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই (সাকিবকেই) এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।"

“নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বিসিবির নেই” বলেও উল্লেখ করেন ফারুক আহমেদ।

তিনি বলেন, “সাকিবের নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ কিংবা র‍্যাবও না।”

ওদিকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)-এর সংবাদ সম্মেলনে মিরপুর টেস্ট খেলা নিয়ে এর মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সাকিব বলেছিলেন, “ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়।

বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত, তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।”

“সাকিবের অবসর ঘোষণা তার নিজের সিদ্ধান্তে” বলে উল্লেখ করে বিসিবির সভাপতি বলেন, "সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই।”

“সাকিব যদি এখান (বাংলাদেশে) থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না” বলে উল্লেখ করেন বিসিবি সভাপতি।

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ টেস্টে বল করছেন সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি, ৩১ অগাস্ট, ২০২৪।
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ টেস্টে বল করছেন সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি, ৩১ অগাস্ট, ২০২৪।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন আদালতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী এবং সাংবাদিক ও সাহিত্যিকসহ শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর বেশির ভাগই খুনসংক্রান্ত।

ব্যাপক হারে খুনের মামলা এবং তার ভিত্তিতে গ্রেফতার ও পুলিশ রিমান্ড মঞ্জুর করা নিয়ে আইনজীবী ও সাংবাদিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

(এই প্রতিবেদনের কিছু অংশ ইউএনবি থেকে নেওয়া হয়েছে।)

XS
SM
MD
LG