অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকার কথা বললেন ইসরায়েলি সেনাপ্রধান


ফাইল- ইসরায়েল অধিকৃত গোলান হাইটস’এর একটি এলাকায় ইসরায়েলি সৈন্যরা একটি ট্যাংকের পাশে দাঁড়িয়ে আছে। সেপ্টেম্বর ১৯,২০২৪।
ফাইল- ইসরায়েল অধিকৃত গোলান হাইটস’এর একটি এলাকায় ইসরায়েলি সৈন্যরা একটি ট্যাংকের পাশে দাঁড়িয়ে আছে। সেপ্টেম্বর ১৯,২০২৪।

বুধবার ইসরায়েলের সেনা প্রধান সৈন্যদের বলেছেন তারা যেন লেবাননে সম্ভাব্য স্থল হামলা চালানোর জন্য প্রস্তুত থাকে । এরই মধ্যে ইসরায়েলের জঙ্গি বিমানগুলি পর পর তৃতীয় দিনের মতো হেজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুর উপর বোমা বর্ষণ করেছে।

সামরিক বাহিনীর প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল হারজি হালাভি ট্যাংক ব্রিগেডকে বলেন , “ আপনারা এখানে বিমানের শব্দ শুনতে পারছেন; আমরা সারাদিনই আক্রমণ চালিয়ে যাচ্ছি , আপনাদের প্রবেশের সম্ভাবনা তৈরির জন্য যেমন তেমনি হেজবুল্লাহর উপর আঘাত হানা অব্যাহত রাখার জন্য”।

হালেভি বলেন, “আমরা থামছি না । আমরা তাদের উপর আক্রমণ চালানো এবং সর্বত্র তাদের ক্ষতি সাধন অব্যাহত রাখবো। আর সে জন্য আমরা অনুশীলন করে যাচ্ছি এবং বিষয়টা হচ্ছে আপনাদের সামরিক বুট জুতা, আপনাদের এই অনুশীলনের বুট জুতা শত্রুর অঞ্চলে প্রবেশ করবে”।

তেল আবিবের কাছে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা দপ্তরকে লক্ষ্য করে হেজবুল্লাহ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক ঘন্টা আগে সেনাপ্রধান তার সৈন্যদের উদ্দেশ্যে কথা বলেন। ইসরায়েল গুলি করে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে তবে হালেভি সতর্ক করে দেন, “ আজ হেজবুল্লাহ তাদের গুলি করার পরিধি বাড়িয়েছে এবং আজই আরও পরে তারা কড়া জবাব পাবে । আপনারা তৈরি থাকুন”।

ইসরায়েল আরও বলেছে ইরান সমর্থিত হেজুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে লড়তে তারা তাদের রিজার্ভ বাহিনীকে সক্রিয় করেছে। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন ইসরায়েলি আঘাতে বুধবার ৫০ জন নিহত হয়েছে । এর ফলে তিন দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৫ তে এবং আহত হয়েছে ২,০০০’এর ও বেশি মানুষ।

ইসরায়েলি সতর্ক বার্তা সত্ত্বেও ওয়াশিংটনে কর্মকর্তারা বলছেন এখনও সময় আছে উত্তজেনা কমিয়ে আনার এবং কুটনৈতিক ব্যবস্থা নেয়ার।

পেন্টাগনের উপ-প্রেস সেক্রেটারি সাবরিনা সিংকে যখন হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বড় রকমের স্থল আক্রমণের বিষয়ে জানতে চাওয়া হয় তখন তিনি বলেন, “ মনে হচ্ছে না শীগগিরই কিছু ঘটবে”।

বুধবার সংবাদদাতাদের সিং বলেন, “ উত্তরাঞ্চলের সীমান্তে আমরা যা দেখছি তা হলো পাল্টাপাল্টি উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েল ও লেবাননী হেজবুল্লাহর মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ। আমরা এখনও মনে করি যে কুটনীতির জায়গা ও সময় দুটোই আছে”।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন যে হিসেবের গন্ডগোল হলে এবং ভুল পদক্ষেপ নিলে সংঘর্ষটি আরও বড় আকার ধারণ করতে পারে, আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে”।

বুধবার এবিসি’র টক শো ‘দ্য ভিউ’ তে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “ পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে”।

তিনি বলেন, “ আমি যা ভাবছি তা হলো , নিস্পত্তি করার সুযোগ এখনও রয়েছে , যা মৌলিক ভাবে গোটা অঞ্চলকেই বদলে ফেলতে পারে”।

পেন্টাগন অস্ত্র বিরতি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র পুরোদমে প্রচেষ্টা চালিয়ে যাবে।

সিং বলেন , “ আমরা একটি কুটনৈতিক সমাধান দেখতে চাই এবং আমরা তা চাই দ্রুত”। তিনি আরও বলেন যে লেবাননে অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোন রকম গোয়েন্দা বা সামরিক সহায়তা দিচ্ছে না।

জাতিসংঘ বলেছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আক্রমণের কারণে ৯০,০০০’এর ও বেশি মানুষ বাস্তুচ্যূত হয়েছে , অনেকেই বৈরুতের উত্তরে পালিয়ে যাবার চেষ্টা করছে যদিও ইসরায়েলি জেটগুলির লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানীর কিছু এলাকাও রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তাদের লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে কয়েক ডজন অস্ত্রাগার । তারা আরও বলে যে হেজবুল্লাহর নিক্ষিপ্ত ৪০ টি রকেট সনাক্ত করা গেছে এবঙ কয়েকটিতে বাধা প্রয়োগ করে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েল লেবানন সীমান্ত বরাবর এই ক্রবর্ধমান সংঘাত নিউ ইয়র্কে বুধবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রধান আলোচ্য বিষয় হবার কথা।

বুধবার পোপ ফ্রান্সিস বলেন তিনি লেবাননের পরিস্থিতিতে দুঃখ বোধ করছেন এবং তাঁর কথায় “ এই মারাত্মক ভাবে পরিস্থিতির অবনতি” বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।

এই লড়াই নিয়ন্ত্রণে আনা এবং ব্যাপকতর আঞ্চলিক সংঘাত যাতে না ঘটে তার জন্য যে সব কুটনৈতিক প্রচেষ্টা নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক । ম্যাক্রঁর দপ্তর জানায় যে তিনি “ সাধারণ ভাবে উত্তেজনা হ্রাস করতে এবং যারা পরিস্থিতি অস্থিতিশীল করছে তাদের উপর প্রভাব খাটাতে ইরানের দায়িত্বের কথা জোর দিয়ে বলেন।

XS
SM
MD
LG