অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের ট্রেনিং সেশন

এই ফটো গ্যালারিতে, চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের একটি প্রশিক্ষণ সেশনে অংশ নিতে দেখা যাচ্ছে। সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪।

মুশফিকুর রহিম, সাদমান ইসলাম ও তাসকিন আহমেদসহ দলের অন্যান্য পেসারদের প্রশিক্ষণে অংশ নিতে দেখা যাচ্ছে।

এই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে আছেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে। এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটাতেও জিততে পারেনি বাংলাদেশ। দুটি টেস্ট ড্র হয়েছে, ১১ ম্যাচে হেরেছে বাংলাদেশ।

তবে কিছুদিন আগে পাকিস্তানকে ২-০ ব্যবধানে তাদেরই মাঠে টেস্ট সিরিজে হারিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট ও টেস্ট সিরিজ জয়।


XS
SM
MD
LG