অ্যাকসেসিবিলিটি লিংক

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী।

সুমন সিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম তাঁর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে।

অপরদিকে অভিযুক্তপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে।

শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেয়।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ডিবির একটি দল তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বাংলাদেশের স্বাধীনতার আগে সিভিল সার্ভিস অফ পাকিস্তানের (সিএসপি) কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ১৯৭১ সালে মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) মহকুমা প্রশাসক হিসেবে কর্মরত থাকাকালে মুক্তিযুদ্ধে যোগ দেন। স্বাধীনতার পর তাঁকে বীর বিক্রম খেতাব প্রদান করা হয়। পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০০২ সালে অবসরে যান। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ১৯ জুলাই রাজধানী ঢাকার বাড্ডার প্রগতি সরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার।

এ ঘটনায় সুমন সিকদারের মা মোসা. মাছুমা ২০ অগাস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।

XS
SM
MD
LG