ছাত্রদের নেতৃত্বাধীন জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রেখে গণভবনকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া ও শ্রমবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, স্মৃতি জাদুঘর নির্মাণ ও জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে তারা অন্য দেশের উদাহরণ খতিয়ে দেখবেন।
তিনি বলেন, তারা এটি অপরিবর্তিত রাখবেন (এখন যেমন আছে) এবং গণভবনের ভেতরে একটি জাদুঘর থাকবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে 'শহীদি মার্চ' কর্মসূচিতে যে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয় তার মধ্যে অন্যতম ছিল গণভবনকে (প্রধানমন্ত্রীর বাসভবন) 'জুলাই-স্মৃতি জাদুঘর' ঘোষণা করা।