অ্যাকসেসিবিলিটি লিংক

সুইডেন আসলাম কারাগার থেকে জামিনে মুক্ত


শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম।
শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কারাগার থেকে মুক্তি পান আসলাম (৬২)।

এর আগে মঙ্গলবার সকালে আসলামের জামিনের আদেশ কারাগারে পৌঁছায়।

আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে।

১৯৮৬ সালের পর তাঁর বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। একপর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে ফিরে আসার পর ‘সুইডেন’ শব্দটি তাঁর নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।

২০১৪ সাল থেকে কারাগারে ছিলেন সুইডেন আসলাম। তাঁর বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। সব মামলায় জামিন পেয়েছেন তিনি।

২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুইডেন আসলামসহ ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করা হয়। এরপর ২০১০ সালের ৪২ শীর্ষ সন্ত্রাসীর নতুন তালিকাতেও তাঁর নাম রয়েছে।

XS
SM
MD
LG