অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গোলিয়া সফরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়

৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়া সফরের শুরুতে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণ হতে উদ্ভূত কথিত যুদ্ধাপরাধের জন্য আয়োজক দেশ তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে এমন কোনও লক্ষণ দেখা যায়নি।

প্রায় ১৮ মাস আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আন্তর্জাতিক অপরাধ আদালতের কোন সদস্য রাষ্ট্রে পুতিনের এটি প্রথম সফর।

তাঁর সফরের আগে, পুতিনকে দ্য হেগের আদালতে হস্তান্তর করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছিল যে মঙ্গোলিয়া হয়তো গ্রেপ্তার পরোয়ানা কার্যকর করবে না।

পুতিনের একজন মুখপাত্র গত সপ্তাহে বলেন যে ক্রেমলিন এই বিষয়ে চিন্তিত না। (এপি)

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7769736.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।


XS
SM
MD
LG