অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদ সমাবেশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

২৭ আগস্ট, মঙ্গলবার, কলকাতায় এক শীর্ষ নির্বাচিত কর্মকর্তার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে ভারতীয় পুলিশ। সেই কর্মকর্তার বিরুদ্ধে এই মাসের গোড়ার দিকে একজন আবাসিক চিকিৎসকের ধর্ষণ ও হত্যার তদন্তকে ভুলভাবে পরিচালনা করার অভিযোগ করে বিক্ষোভকারীরা।

৯ আগস্ট কলকাতা শহরের আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ৩১ বছর বয়সী এক চিকিৎসকের হত্যাকাণ্ড সারা ভারতে বিক্ষোভের সূত্রপাত করে। বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির বিক্ষোভকারীরা পুলিশের ঘেরাও ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের দিকে মিছিল করার চেষ্টা করে এবং তাঁর পদত্যাগের দাবি জানায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবঙ্গ রাজ্য শাসন করে। (এপি)


XS
SM
MD
LG