অ্যাকসেসিবিলিটি লিংক

টেলিগ্রাম প্রধান ফ্রান্সে আটকাবস্থায় থাকছেন, রাশিয়া বলছে এতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে


ফাইল ছবি- টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা পাভেল দুরভ (১ আগস্ট, ২০১৭)
ফাইল ছবি- টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা পাভেল দুরভ (১ আগস্ট, ২০১৭)

টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে বুধবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হতে পারে। ফরাসি কৌঁসুলিরা জানিয়েছেন, তারা দুরভকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়তি সময় মঞ্জুর করেছেন। ইতোমধ্যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সিনিয়র মিত্র অভিযোগ করেছেন, এই গ্রেপ্তারের পেছনে ওয়াশিংটনের হাত আছে।

রাশিয়ায় জন্ম নেওয়া ধনকুবের দুরভকে গত সপ্তাহান্তে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়। ফরাসি কৌঁসুলিরা সোমবার জানিয়েছেন, টেলিগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের যৌন নির্যাতনের ছবি, মাদক পাচার ও প্রতারণামূলক লেনদেন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সরকারি কৌঁসুলিদের মুখপাত্র বলেন, সোমবার গভীর রাতে দুরভের আটকাদেশের মেয়াদ ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে।

কোনো তথ্যপ্রমাণ না দিয়ে, রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার সভাপতি ভায়াচেসলাভ ভলোদিন বলেন, ফ্রান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র টেলিগ্রামের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।

এক পোস্টে ভলোদিন উল্লেখ করেন, “টেলিগ্রাম হচ্ছে অল্প সংখ্যক ইন্টারনেট প্ল্যাটফর্মের মধ্যে একটি যার ওপর যুক্তরাষ্ট্রের কোনো প্রভাব নেই। একইসঙ্গে এটি সর্ববৃহৎ প্ল্যাটফর্মেরও অন্যতম।”

“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে, (প্রেসিডেন্ট জো) বাইডেনের জন্য টেলিগ্রামকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া জরুরি হয়ে পড়েছে।”

দুরভের গ্রেপ্তার নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেনি।

টেলিগ্রামের প্রায় ১০০ কোটি ইউজার রয়েছে। এটি নিজেকে বাকস্বাধীনতা ও রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের স্বর্গ হিসেবে উপস্থাপন করে। এটি রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে বিশেষ জনপ্রিয়।

লাখ লাখ মানুষ সহজে ব্যবহারযোগ্য ও নানা ফিচারে পরিপূর্ণ এই অ্যাপ ব্যবহার করেন। পাশাপাশি, কট্টর ডানপন্থি, ভ্যাকসিন-বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা এটি বড় আকারে ব্যবহার করে থাকেন।

টেলিগ্রাম অ্যাপটি নিয়মিত ব্যবহার করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জানান, এই গ্রেপ্তার “কোনো দিক দিয়েই রাজনৈতিক সিদ্ধান্ত নয়।

XS
SM
MD
LG