অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরেকজনকে উদ্ধার করেছে ইসরায়েল


গত বছর ৭ অক্টোবর হামাস হামলায় অপহৃত বেদুইন ইসরায়েলি জিম্মি কায়েদ ফারহান আলকাদি ২০২৪ সালের ২৭ আগস্ট ইসরায়েলের বেরশেবার সোরোকা মেডিকেল সেন্টারে তার প্রিয়জনের সাথে পুনরায় মিলিত হয়ে মোবাইল ফোনে কথা বলছেন। (সরকারি প্রেস অফিস/ইয়েসি ইফারগান/রয়টার্সের হ্যান্ডআউটের মাধ্যমে)
গত বছর ৭ অক্টোবর হামাস হামলায় অপহৃত বেদুইন ইসরায়েলি জিম্মি কায়েদ ফারহান আলকাদি ২০২৪ সালের ২৭ আগস্ট ইসরায়েলের বেরশেবার সোরোকা মেডিকেল সেন্টারে তার প্রিয়জনের সাথে পুনরায় মিলিত হয়ে মোবাইল ফোনে কথা বলছেন। (সরকারি প্রেস অফিস/ইয়েসি ইফারগান/রয়টার্সের হ্যান্ডআউটের মাধ্যমে)

ইসরায়েল মঙ্গলবার বলেছে, তারা গত অক্টোবরে ইসরায়েলে হামাসের মর্মান্তিক হামলায় আটক ২৫০ জন জিম্মির মধ্যে আরও একজনকে উদ্ধার করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ‘গাজার দক্ষিণাঞ্চলে একটি জটিল অভিযানের’ সময় তারা ৫২ বছর বয়সী কায়েদ ফারহান আলকাদিকে খুঁজে পেয়েছে। সামরিক বাহিনী তাকে একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করার কথা জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি।

আলকাদিকে ইসরায়েলের সংখ্যালঘু আরব বেদুইন সম্প্রদায়ের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।তিনি কিব্বুটজ ম্যাগেনের একটি প্যাকিং কারখানায় প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

কিব্বুটজ ম্যাগেন ৭ অক্টোবরে হামলার শিকার হওয়া বেশ কয়েকটি কৃষক সম্প্রদায়ের মধ্যে একটি। তার স্ত্রী দুজন এবং তিনি ১১ সন্তানের জনক।

"তার শারিরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে" বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের চ্যানেল টুয়েল্ভে দেখানো হয়েছে, আলকাদিকে উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতালের ভেতর দিয়ে দৌড়ে যাচ্ছেন।

Qaid Farhan Alkadi, a Bedouin Israeli hostage kidnapped during the October 7 attack, speaks with an Israeli soldier as he is rescued, at an unknown location, in this image obtained by Reuters on Aug. 27, 2024. (Israel Defense Forces/Handout via Reuters)
ইসরায়েলি জিম্মি কায়েদ ফারহান আলকাদি উদ্ধার হওয়ার পর এক অজ্ঞাত স্থানে একজন ইসরায়েলি সেনার সাথে কথা বলছেন। (সরকারি প্রেস অফিস/ইয়েসি ইফারগান/রয়টার্সের হ্যান্ডআউটের মাধ্যমে)

হামাস নেতৃত্বাধীন জঙ্গিরা জিম্মিদের অপহরণ করে এবং প্রায় বারোশো মানুষকে হত্যা করে, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।

ইসরায়েলের পাল্টা হামলায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, নিহতদের মধ্যে কয়েক হাজার হামাস যোদ্ধা রয়েছে।

ইসরায়েল বলছে, হামাস এখনো ১১০ জনকে জিম্মি করে রেখেছে, যাদের প্রায় এক-তৃতীয়াংশ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েল দুটি অভিযানে আটজন জিম্মিকে উদ্ধার করেছে, যে অভিযানে তারা বহু ফিলিস্তিনিকে হত্যা করে। হামাস বলছে, ইসরায়েলি বিমান হামলা ও ব্যর্থ উদ্ধার প্রচেষ্টায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছে।

ইসরায়েলের কারাবন্দী শত শত ফিলিস্তিনির বিনিময়ে যুদ্ধ থামাতে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় যুদ্ধ অব্যাহত রয়েছে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার লড়াই বন্ধ ও জিম্মিদের মুক্তির জন্য আলোচনার চেষ্টা করছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG