কিয়েভে শীর্ষ পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক।
মোদী ও টাস্ক নিরাপত্তা, ভারতের কৌশলগত অংশীদার রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনায় মিলিত হন। তারা বিবৃতি দেবেন বলে আশা করা হয়েছিল এবং পরে মোদী পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সাথে সাক্ষাৎ করবেন।
সফরের আগে মোদী বলেন, পোল্যান্ড মধ্য ইউরোপে ভারতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।
দুই নেতা সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা খাত নিয়ে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
নেটো ও ইউরোপীয় ইউনিয়নের পূর্ব প্রান্তে অবস্থিত পোল্যান্ড তাদের পূর্ব সীমান্তে দুই বছর ধরে চলা যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন। তারা ইউক্রেনকে রাজনৈতিক, মানবিক ও প্রতিরক্ষা সহায়তা দিয়েছে।
কিয়েভ গত মাসে মস্কো সফরের জন্য মোদীকে নিন্দা জানিয়েছিল। মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ এবং আলিঙ্গন করেছিলেন। ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে মোদী রাশিয়ার নিন্দা করা এড়িয়ে গেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই বৈঠককে ‘বিশাল হতাশা এবং শান্তি প্রচেষ্টার ওপর বিধ্বংসী আঘাত’ বলে অভিহিত করেছেন। বৈঠকে পুতিনের সাথে আলিঙ্গন করার জন্যও মোদীর তিরস্কার করেন তিনি।
মোদীর পোল্যান্ড সফর নয়াদিল্লি ও ওয়ারশ’র মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০ বছর পূর্তি।
ভারতীয় দূতাবাসের উদ্ধৃত পরিসংখ্যান অনুসারে, দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট মূল্য ২০১৩-২০২৩ সালের মধ্যে ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যার মধ্যে ভারতের রপ্তানি সংখ্যাগরিষ্ঠ।
ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রতিভা পাতিল ২০০৯ সালে পোল্যান্ড সফর করেছিলেন এব্বং টাস্ক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদে ২০১০ সালে ভারত সফর করেছিলেন।
শুক্রবার জেলেন্সকির সাথে বৈঠক করতে কিয়েভ যাবেন মোদী।