অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাসেলসের ঐতিহাসিক চত্বরে বিশাল ফুলেল কার্পেট

২৩তম “ফ্লাওয়ার কার্পেট” অনুষ্ঠানের অংশ হিসেবে ১৫ আগস্ট, বৃহস্পতিবার ব্রাসেলসের ঐতিহাসিক চত্বরকে প্রায় দশ লক্ষ ফুলের বর্ণময় কার্পেটে ঢেকে দেওয়া হয়।

এই ফুলেল কার্পেটের দৈর্ঘ্য ৭০ মিটার ও প্রস্থ ২৪ মিটার। এর নাম দেওয়া হয়েছে “রাইজোম”। এটি সাজিয়েছেন স্ট্রিট শিল্পী ওসান কর্নিল।

কার্পেটটি তৈরি করতে একশো জনের বেশি স্বেচ্ছাসেবী প্রায় ছয় ঘন্টা ধরে পরিশ্রম করেছেন।

ব্রাসেলসে প্রথম ফুলেল কার্পেট তৈরি করেছিলেন বিশিষ্ট স্থাপত্যবিদ এটিয়েন স্টটেমাস, ১৯৭১ সালে। (রয়টার্স)


XS
SM
MD
LG