ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, "রিক্লেম দ্য নাইট" বা "রাত দখল করো" নামক একটি দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসাবে মহিলাদের নিরাপত্তার অভাবের (বিশেষ করে রাতে) প্রতিবাদে হাজার হাজার মানুষ মধ্যরাতে বেশ কয়েকটি ভারতীয় শহরে শান্তিপূর্ণ মিছিল করেন। বুধবার, ১৫ আগস্ট, ২০২৪।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণী ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যা এবং সেইসঙ্গে দেশে মহিলাদের নিরাপত্তার অভাবের প্রতিবাদে শত শত মহিলা কলকাতাসহ অন্যান্য ভারতীয় শহরে মোমবাতি প্রজ্বলন করেন।
এই ফটো গ্যালারিতে, চিকিৎসক, কর্মী এবং সাধারণ মানুষকে মোমবাতি বা পোস্টার হাতে কলকাতায় অনুষ্ঠিত মধ্যরাতের বিক্ষোভে অংশ নিতে দেখা যাচ্ছে। বুধবার, ১৫ আগস্ট, ২০২৪।
আর জি করের তরুণী ডাক্তারের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ১২ আগস্ট থেকে ভারতের বেশ কয়েকটি রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসকরা "অনির্দিষ্টকালের জন্য" জরুরি পরিষেবা ব্যতীত হাসপাতালের সমস্ত পরিষেবা বিভাগে কার্যক্রম বন্ধ করে দেয়।
কলকাতার একটি উচ্চ আদালতের আদেশে, তদন্তটি ভারতের ফেডারেল পুলিশ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: https://www.voabangla.com/a/7744207.html