জার্মানি একজন ইউক্রেনীয় ডুবুরী ও প্রশিক্ষককে গ্রেপ্তারের জন্য পোল্যান্ডকে অনুরোধ করেছে। বুধবার জার্মান গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন অনুযায়ী, তিনি দুই বছর আগে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য দায়ী একটি দলের সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তবে একটি গণমাধ্যম প্রতিষ্ঠান বলছে, উল্লেখিত ব্যক্তি এখন আর পোল্যান্ডে বসবাস করেন না।
বাল্টিক সাগরের তলদেশ দিয়ে প্রবাহিত শত কোটি ডলার মূল্যমানের গ্যাস সরবরাহ পাইপলাইন নর্ড স্ট্রিম এক ও দুই ২০২২ সালের সেপ্টেম্বরে ধারাবাহিক বিস্ফোরণে ব্যাপক ক্ষতির শিকার হয়। এর সাত মাস আগে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে।
নর্ড স্ট্রিম এক ও দুই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানি এবং উত্তর ইউরোপের অন্যান্য দেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হত।
জার্মান তদন্তকারীরা বিশ্বাস করেন, ইউক্রেনীয় ডুবুরিটি বিস্ফোরকগুলো স্থাপনের সঙ্গে জড়িত একটি দলের সদস্য ছিলেন। দ্য এসজেড ও ডি জেইত সংবাদপত্রের পাশাপাশি এআরডি ব্রডকাস্টার অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
জার্মানির নাশকতা বিষয়ক তদন্তে অপর এক পুরুষ ও নারীকেও চিহ্নিত করা হয়েছে। তারা উভয়ই ইউক্রেনীয় ডুবুরি প্রশিক্ষক। তবে এসজেড, জেইত ও এআরডি জানিয়েছে, এখনো তাদের নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি।
বিস্ফোরণের দমকে চারটি নর্ড স্ট্রিম পাইপের মধ্যে তিনটিই ধ্বংস হয়ে যায়। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর আগ্রাসনের মাঝে জার্মানির রুশ গ্যাসের ওপর নির্ভরশীলতার এক বিতর্কিত প্রতীকে পরিণত হয়েছিল এই পাইপলাইন।
রাশিয়া এসব বিস্ফোরণের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেনকে দায় দিয়েছে। এই বিস্ফোরণের ফলে ইউরোপের লাভজনক বাজারে রুশ গ্যাস সরবরাহ বড় আকারে বিঘ্নিত হয়। উল্লেখিত দেশগুলো সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে।
জার্মানি, ডেনমার্ক ও সুইডেন আলাদা করে এই ঘটনার তদন্ত করে। সুইডেন বিস্ফোরণের স্থল থেকে উদ্ধার করা বেশ কিছু জিনিসে বিস্ফোরক উপকরণ খুঁজে পায়, যা প্রমাণ করে, এটি পরিকল্পিত নাশকতা ছিল।
সুইডেন ও ডেনমার্কের তদন্ত ফেব্রুয়ারিতে শেষ হলেও কোনো সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি দেশ দুইটি।
জার্মানি ২০২৩ সালের জানুয়ারিতে একটি জাহাজে অভিযান চালায়। তারা জানায়, খুব সম্ভবত এটি বিস্ফোরক পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছিল. তারা জাতিসংঘকে জানায়, তাদের বিশ্বাস, প্রশিক্ষিত ডুবুরিরা সম্ভবত ৭০ থেকে ৮০ মিটার গভীরে (২৩০-২৬২ ফুট) পাইপলাইনের গায়ে বিস্ফোরকগুলোকে সংযুক্ত করেছিল।