অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিস অলিম্পিকসের পর লস অ্যাঞ্জেলেস যেভাবে ২০২৮ গেমসের জন্য প্রস্তুত হচ্ছে


আমেরিকান অভিনেতা টম ক্রুজ প্যারিস ২০২৪ গেমস শেষে অলিম্পিক পতাকা হাতে, বাঁয়ে দাঁড়িয়ে দেখছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বেস। ফটোঃ ১১ অগাস্ট, ২০২৪।
আমেরিকান অভিনেতা টম ক্রুজ প্যারিস ২০২৪ গেমস শেষে অলিম্পিক পতাকা হাতে, বাঁয়ে দাঁড়িয়ে দেখছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বেস। ফটোঃ ১১ অগাস্ট, ২০২৪।

এবার লস অ্যাঞ্জেলেসের পালা। মেয়র কেরেন ব্যাস রবিবার প্যারিস অলিম্পিকস-এর সমাপনী অনুষ্ঠানে অলিম্পিক পতাকা গ্রহণ করেন। এর পরপরই স্টেডিয়ামে আবির্ভাব ঘটে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় ব্যবসায়ের মূল প্রতিনিধি - টম ক্রুজের – যিনি আগে রেকর্ড করা দৃশ্যে মোটরসাইকেল, বিমান এবং প্যারাসুট জাম্প দিয়ে ২০২৮ সালের গেমসের সময় গনণা শুরু করেন।

এই শহরটি তিনবার অলিম্পিক গেমস হোস্ট করার জন্য বিশ্বের তৃতীয় হয়ে উঠবে। লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকস অনুষ্ঠিত হয়েছে ১৯৩২ এবং ১৯৮৪ সালে। আগামীতে এবং অতীতের অলিম্পিকসের দিকে দৃষ্টি দেয়া যাক।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ট্রিলজি

প্যারিসকে ২০২৪ সালের অলিম্পিকসের জন্য বেছে নেওয়ার কারণে ঐ সময় লস অ্যাঞ্জেলেসকে সান্ত্বনা হিসাবে ২০২৮-এ গেমসের জন্য বেছে নেওয়া হয়।

লস অ্যাঞ্জেলেসে প্রথম অলিম্পিকস অনুষ্ঠিত হয়েছিল ১৯৩২ সালে। অর্থনৈতিক মহামন্দা এবং বেশ কয়েকটি দেশ অলিম্পিকসে যোগ না দেওয়ার কারণে গেমসের স্বাগতিক শহর হবার জন্য একমাত্র এই শহরটি আবেদন করে।

ফাইল ফটোঃ লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিজিয়াম-এর সামনে এলএ ২০২৮ গেমসের সাইন দেখা যাচ্ছে, ১৩ সেপ্টেম্বর, ২০১৭।
ফাইল ফটোঃ লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিজিয়াম-এর সামনে এলএ ২০২৮ গেমসের সাইন দেখা যাচ্ছে, ১৩ সেপ্টেম্বর, ২০১৭।

তবে আমেরিকান ক্রীড়াবিদের স্বর্ণ পদক পাওয়ার মুহূর্ত ছিল অবিস্মরণীয়। নারীদের নতুন ইভেন্ট জ্যাভলিন এবং হার্ডলসের বেবে ডিড্রিকসন জাহারিয়াসসহ ক্রীড়াবিদরা জিতেছিলেন স্বর্ণপদক।

আর্থিক ও সাংস্কৃতিকভাবে সাফল্যের কারণে ১৯৮৪ সালের অলিম্পিকস "ভাল অলিম্পিকস" হিসাবে খ্যাতি অর্জন করে, যার জন্য আপাতদৃষ্টিতে বিশ্বের প্রতিটি বড় শহরই চায় অলিম্পিক গেমসের স্বাগতিক শহর হতে।

উদ্বোধনী অনুষ্ঠানে হলিউডের সাহায্য সহ আধুনিক এবং ধ্রুপদী দুদিকে জোর দেওয়া হয়েছিল। ডেকাথলন চ্যাম্পিয়ন রাফার জনসন মশাল জ্বালিয়ে গেমস উদ্বোধন করেছিলেন। “স্টার ওয়ার্স” চলচিত্রের বিখ্যাত জন উইলিয়ামসের থিম সংগীতের সঙ্গে সঙ্গে মেমোরিয়াল কলিজিয়ামে আকাশ থেকে নেমে এসেছিলেন জেটপ্যাক পরে একজন মানুষ।

কমিউনিস্ট ব্লকের দেশ গুলো এলএ গেমস বর্জন করলে যুক্তরাষ্ট্র আধিপত্য বিস্তার করে। ক্রীড়াবিদ কার্ল লুইস এবং মেরি লু রেটনের নাম ঘরে ঘরে নাম ছড়িয়ে পড়ে। তরুণ মাইকেল জর্ডানের নেতৃত্বে পুরুষদের বাস্কেটবল দল স্বর্ণপদক জিতে।

FILE - Janet Evans, Olympic swimming champion and chief athlete officer for LA2028, speaks at the presentation of Los Angeles 2028 at the 131st IOC session in Lima, Peru, Sept. 13, 2017.
ফাইল ফটোঃ এলএ ২০২৮ আয়োজক কমিটির প্রধান ক্রীড়াবিদ-কর্মকর্তা এবং সাঁতারে প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন জেনেট ইভান্স, ১৩ সেপ্টেম্বর, ২০১৭, লিমা, পেরু।

অলিম্পিক গেমসের কারণে কিছু সময়ের জন্য বিশ্বব্যাপী শহরের খ্যাতি ফিরে এসেছিল, যা এক সময় হ্রাস পাচ্ছিল বলে মনে করা হয়।

“আমরা চাই আমাদের অলেম্পিক গেমস হবে আধুনিক, তারুণ্যেভরা, আশাবাদে ভরপুর যেমনটি সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববাসী এবং বিশ্বকে দিয়ে আসছে,” প্যারিসে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন সাঁতারে চারবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী এবং এলএ ২০২৮ আয়োজক কমিটির প্রধান ক্রীড়াবিদ-কর্মকর্তা জেনেট ইভান্স।

টর্চ হস্তান্তর

প্যারিস অলিম্পিকসের অভিনব উদ্বোধনী অনুষ্ঠান সেইন নদীর উপরে হওয়ার পরে, এলএ তাদের অলিম্পিকসের পরিকল্পনা করছে ঐতিহ্যগত ভাবে স্টেডিয়াম-ভিত্তিকভাবে। তারা প্রতিবেশী ইঙ্গেলউডের সোফি স্টেডিয়ামের সাথে লস অ্যাঞ্জেলেসের শতাব্দীর প্রাচীন মেমোরিয়াল কলিজিয়ামকেও অন্তর্ভুক্ত করবে।

দুটি আমেরিকান ফুটবল (এনএফএল) টিমের মাঠ সোফি স্টেডিয়ামটি ২০২০ সালে উদ্বোধন হওয়ার পর, সেখানে একটি সুপার বোল এবং টেলর সুইফটের বেশ কয়েকটি কনসার্ট অনুষ্টিত হয়েছে।

ফাইল ফটোঃ লস আঞ্জেলেস তার যানজট সমস্যার সমাধান করার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে।
ফাইল ফটোঃ লস আঞ্জেলেস তার যানজট সমস্যার সমাধান করার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে।

আয়োজকদের মতে, এটা অলিম্পিকসের জন্য সর্বকালের বৃহত্তম সাঁতারের স্থান হয়ে উঠবে। এখানে উদ্বোধনী অনুষ্ঠান হবার ফলে, ১৯৭২ সালের পর প্রথমবারের মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পর সাঁতারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ইনগলউডের ইনটুইট ডোম হবে অলিম্পিকসের নতুন প্রধান ভেনু। অলিম্পিক বাস্কেটবল এখানে অনুষ্ঠিত হবার পরিকল্পনা করা হয়েছে। জিমন্যাস্টিকস অনুষ্ঠিত হবে শহরের কেন্দ্রস্থলে লেকার্সের ক্রিপ্টো ডট কম অ্যারিনায়।

ট্রেন, বাস ও যানজট

এটা এমন একটি শহর যেখানে চলাচল করা অত্যন্ত কঠিন। মনে হতে পারে অলিম্পিকসের জন্য এই শহর তেমন সুবিধাজনক নয়, তবে কাজ ঠিকই হবে।

বেস বলেছেন যে তিনি ১৯৮৪ সালে মেয়র টম ব্র্যাডলির কৌশলগুলি অনুকরণ করার পরিকল্পনা করছেন। কেউ কেউ বলেছেন ব্র্যাডলির ট্র্যাফিক নিয়মকানুনগুলো অলিম্পিকের আগের বা পরের সময় থেকে ভাল ছিল।

ঐ সময় রাস্তায় গাড়ি চলাচলের সংখ্যা কমিয়ে আনার জন্য স্থানীয় ব্যবসায়ীদের কাজ ভিন্ন ভিন্ন সময়ে করতে বলা হয়েছিল এবং ১৭ দিন যখন গেমস চলছিল তখন বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া অন্তর্ভুক্ত ছিল।

ফাইল ফটোঃ লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত শহরতলী হলিউডের পাহারে সাইন।
ফাইল ফটোঃ লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত শহরতলী হলিউডের পাহারে সাইন।

তত্কালীন মেয়র এরিক গারসেট্টির অধীনে ২০১৭ সালে অলিম্পিকস যখন লস অ্যাঞ্জেলেসকে দেয়া হয়, তখন এই শহর পরিকল্পনা করার জন্য দীর্ঘ সময় পেয়েছিল।

যদিও এটি প্যারিস মেট্রো নয়, তবে লস অ্যাঞ্জেলেসে শেষ অলিম্পিক অনুষ্ঠিত হবার পরে সেখানে সাবওয়ে বা পাতালরেল তৈরি হয়।

শহরে গণপরিবহন ব্যবস্থা পরিবর্তনের অভিলাষে ২০১৮ সালে শহরকর্তৃপক্ষ ২৮টি বাস এবং রেল প্রকল্পের পরিকল্পনা করেছিল। কিছু বাতিল হয়ে যায় তবে কিছু অলিম্পিক ভিলেজের পরিকল্পিত স্থান ইউসিএলএর সাথে লস অ্যাঞ্জেলেস শহর কেন্দ্রকে সংযুক্ত করার জন্য একটি পাতাল রেল লাইনের সম্প্রসারনের কাজ এগিয়েছে।

আর একটি হাই-প্রোফাইল প্রকল্প হল ইঙ্গেলউড পিপল মুভার, একটি রেল লাইন যা প্রধান অলিম্পিক ভেন্যুগুলির পাশ দিয়ে তিনটি জায়গায় স্বয়ংক্রিয়ভাবে থামবে।

লস এঞ্জেলেস টাইমসে রিপোর্ট অনুসারে, প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য ফেডারেল তহবিল থেকে ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে ডেমোক্র্যাটিক প্রতিনিধি ম্যাক্সিন ওয়াটার্সের বিরোধিতার ফলে ২’শ মিলিয়ন ডলার হ্রাস করা হয়। লাইনটি ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হবে কিনা তা স্পষ্ট নয়।

Tents are lined up on Skid Row in Los Angeles, July 25, 2024. California Gov. Gavin Newsom issued an executive order Thursday to direct state agencies on how to remove homeless encampments.
লস অ্যাঞ্জেলেসে রাস্তার পাশে গগৃহহীন মানুষ তাঁবুর নিচে বসবাস করছে। ফটোঃ ২৫ জুলাই, ২০২৪।

সম্প্রতি মেট্রো ৯০০ মিলিয়ন ডলার তহবিল পেয়েছে, অবকাঠামো ব্যয় প্যাকেজের মাধ্যমে এবং বাইডেন প্রশাসনের কাছ থেকে অনুদান হিসেবে। এর মধ্যে ১৩৯ মিলিয়ন ডলার সরাসরি ব্যয় করা হবে ২০২৮ সালের মধ্যে পরিবহন উন্নত করতে এবং “গাড়ি-মুক্ত” অলিম্পিকসের লক্ষ্যে ।

"সবচেয়ে বড় চ্যালেঞ্জ ২০২৮ সালের এর জন্য অপেক্ষা করা নয়, তবে অ্যাঞ্জেলিনোস (লস অ্যাঞ্জেলসবাসী) এবং দর্শকরা যেন গণপরিবহন নেটওয়ার্ক তাদের প্রথম পছন্দ হিসাবে ভাবতে পারে, সেভাবে তাকে তৈরি করা। এখন থেকে ২০২৮ এর মধ্যে সেই সুযোগটি গ্রহণ করতে হবে," বলেন মেট্রোর সিইও স্টেফানি উইগিনস।

অপরাধ, নিরাপত্তা এবং সর্তকতা

যদিও আজকের তুলনায় ১৯৮৪ সালে অপরাধের হার যথেষ্ট বেশি ছিল, ২০২৮ সালের সময়গনণা এমন সময় এসেছে যখন বিষয়টি নিয়ে মনোযোগ বাড়ছে এবং তা সোশ্যাল মিডিয়া-প্রশস্ত ছায়া ফেলেছে।

অলিম্পিসকে জাতীয় বিশেষ নিরাপত্তা ইভেন্ট হিসেবে চিহ্নিত করা হয়, যার ফলে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিরাপত্তা পরিকল্পনা গ্রহণে নেতৃত্বের ভূমিকায় থাকে। তাদের উল্লেখযোগ্য ফেডারেল রিসোর্স দিয়ে সাহায্য করা হবে।

এলএ সিটি এবং কাউন্টি পুলিশ বাহিনী ২০২৮ সালের অলিম্পিক গেমসের প্রস্তুতি হিসেবে পর্যবেক্ষণ, প্রশিক্ষণ এবং সহায়তা করার জন্য তাদের কর্মকর্তাদের প্যারিসে পাঠিয়েছিল।

শহরের রাস্তায় ১৯৮৪ সালের তুলনায় আরও অনেক বেশি গৃহহীন মানুষ দেখা যাচ্ছে এবং আগামী চার বছরে তাদের আবাসন সংকট সমাধান করে ফেলার সম্ভাবনা কম। প্যারিস গেমস শেষ হওয়ার সাথে সাথে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম গৃহহীনদের রাস্তা থাকা উৎঘাত করতে অক্ষম শহরগুলিকে তহবিল দেওয়া বন্ধ করার হুমকি দেন।

প্যারিসে অলিম্পিক গেমসের আগে আয়োজকরা হাজার হাজার গৃহহীন লোককে শহর থেকে অন্যত্র স্থানান্তরিত করেছিল। রিও ডি জেনিরোতে ২০১৬ সালের অলিম্পিক গেমসের জন্যও একই ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং অ্যাক্টিভিস্টরা এটাকে “সামাজিক শুদ্ধিকরণ” বলে সামালোচনা করেন।

XS
SM
MD
LG