অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, জানালেন সেনাপ্রধান


খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। ১২ আগস্ট, ২০২৪।
খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। ১২ আগস্ট, ২০২৪।

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

সোমবার (১২ আগস্ট) বিকালে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান আরো বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরো উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাসদমনে তাদের অভিযান পরিচালনা করবে।”

দেশের ২০ জেলায় ৩০ টি সংখ্যালঘু সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হয়েছে বলে জানান জেনারেল ওয়াকার। সহিংসতা পরিহার করে জনগণ ও রাজনীতির জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান তিনি।

এর আগে সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবানীহিনর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া, খুলনার বিভাগীয় কমিশনার, জেলার ডেপুটি কমিশনার, ডিআইজি, কেএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সক্রিয় থানা

এর আগে, বাংলাদেশের পুলিশ সদর দফতর জানায় যে শনিবার (১০ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত ৫৩৮টি থানায় কার্যক্রম চালু হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশব্যাপী ৬৩৯ টি থানার মধ্যে, মোট সক্রিয় থানার সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৮টিতে। এর মধ্যে মেট্রোপলিটন থানা ৮৪টি এবং জেলা থানা ৪৫৪টি।

টানা তিন দিন বন্ধ থাকার পর শুক্রবার (৯ আগস্ট) দেশের ৩৬১টি থানা আবার চালু হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার প্রায় সব থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়।যেসব থানার ক্ষয়ক্ষতি কম হয়েছে, সেগুলোতে আবার কার্যক্রম শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, গুরুতর ক্ষতিগ্রস্ত থানাগুলোর কার্যক্রম বিকল্প ব্যবস্থায় কয়েক দিনের মধ্যে পুনরায় চালু করা হবে।

XS
SM
MD
LG