ফ্রান্সের সাঁতারু এবং চারটি স্বর্ণপদক বিজয়ী লিওন মারশোঁ কলড্রোন নিভিয়ে এবং অগ্নিশিখাটি একটি লণ্ঠনে করে স্ট্যাডে ডি ফ্রান্সে নিয়ে যাওয়ার মাধ্যমে শুরু হয় প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান।
এর কিছুক্ষণ পরেই ফরাসি রাগবি তারকা আতোঁয়া দুপোঁ'র নেতৃত্বে ২০৫ টি অলিম্পিক প্রতিনিধি দলের পতাকা বহনকারীরা স্টেডিয়ামে প্রবেশ করেন। উচ্ছ্বসিত করতালি এবং সঙ্গীতের সঙ্গে আরো হাজার হাজার ক্রীড়াবিদ স্টেডিয়ামে প্রবেশ করেন।
হলিউডের উল্লেখযোগ্য তারকাদের সঙ্গীত পরিবেশনা ছাড়াও, আড়াই ঘণ্টার এই শোতে থিয়েটার সিকোয়েন্স দেখা যায়।
অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি তার স্ত্রীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং আইওসি প্রেসিডেন্ট টমাস বাখকেও দেখা গেছে।
প্রায় ৭১,৫০০ দর্শকের উপস্থিতিতে স্ট্যাদড দে ফ্রান্সে অনুষ্ঠিত তারকা-খচিত সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এবারের অলিম্পিক গেমসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংস্করণগুলির মধ্যে একটি হিসাবে গণ্য করা হচ্ছে।
হলিউড তারকা টম ক্রুজের অন্তিম সেগমেন্টের সাথে ইভেন্টটি লস অ্যাঞ্জেলেসের পরবর্তী অলিম্পিকসের জন্য চার বছরের কাউন্টডাউনের সূচনা করে।