অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার দাবি তারা কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অভিযান আটকে দিয়েছে


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ অগাস্ট সরবরাহ করা এবং ড্রোন থেকে নেয়া এক ভিডিও থেকে নেয়া স্থির চিত্রে কুরস্ক অঞ্চলে একটি ইউক্রেনীয় ট্যাঙ্ককে গোলাবর্ষণ করতে দেখা যাচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ অগাস্ট সরবরাহ করা এবং ড্রোন থেকে নেয়া এক ভিডিও থেকে নেয়া স্থির চিত্রে কুরস্ক অঞ্চলে একটি ইউক্রেনীয় ট্যাঙ্ককে গোলাবর্ষণ করতে দেখা যাচ্ছে।

রাশিয়া রবিবার দাবি করে, তারা কুরস্কের পশ্চিমাঞ্চলে ইউক্রেনের অগ্রগতি থামিয়ে দিয়েছে। এগুলোর কয়েকটি জায়গা রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার ভেতরে।

প্রথমবারের মতো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পরোক্ষভাবে শনিবারের শেষের দিকে স্বীকার করেন, কিয়েভের বাহিনী গত ছয় দিনে তাদের লড়াই রাশিয়ার ভেতরে নিয়ে গেছে। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, তাদের সৈন্যরা "সাঁজোয়া যান সহ শত্রুদের ভ্রাম্যমাণ দলের রাশিয়ার ভূখণ্ডের আরও গভীরে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করেছে।"

রাশিয়া বলে, তারা ইউক্রেনীয় সীমান্ত থেকে ২৫ এবং ৩০ কিলোমিটার দূরে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টোলপিনো এবং ওবশচি কোলোদেজ গ্রামের কাছে ইউক্রেনের অগ্রযাত্রাকে আটকে দিয়েছে।

জেলেন্সকি তার রাতের টেলিভিশন ভাষণে, "যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলে ঠেলে দেওয়ার জন্য" ইউক্রেনের চলমান সামরিক পদক্ষেপের কথা স্বীকার করেন ।

কিন্তু এ যুদ্ধ অন্য জায়গায়ও চলতে থাকে।

রবিবার ভোরের দিকে, কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার একটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় একজন ৪ বছর বয়সী বালক সহ দুই ব্যক্তি নিহত হয়। রাশিয়ার কুরস্কের আঞ্চলিক গভর্নর বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনের উপর পড়লে ১৫ জন আহত হয়।

Ukraine's President Volodymyr Zelensky gestures as he speaks to media representatives while standing in front of an F16 fighter jet during Ukrainian Air Forces Day at an undisclosed location on August 4, 2024.
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি। ফাইল ফটোঃ ৪ অগাস্ট, ২০২৪।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সার্ভিস রবিবার জানায়, কিয়েভের শহরতলির ব্রোভারির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার পর ধ্বংসস্তূপের নিচে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি এবং তার ছেলের মৃতদেহ পাওয়া যায়। হামলায় আরও তিনজন আহত হন।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, এই মাসে এই নিয়ে দ্বিতীয়বার কিয়েভ মেট্রোপলিটন এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পপকো বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানীতে পৌঁছায়নি কিন্তু ওই শহরতলিতে আঘাত হেনেছে। কিন্তু এলাকাটিকে লক্ষ্য করে পাঠানো ড্রোনগুলি ভূপাতিত করা হয়।

রবিবার রাশিয়ায় ইউক্রেনের অনুপ্রবেশ ষষ্ঠ দিনে পৌঁছেছে এবং রাশিয়ার মাটিতে ইউক্রেনের সামরিক ইউনিট ব্যবহারের জন্য এটি নজিরবিহীন। অপারেশনের সঠিক লক্ষ্য এখনও অস্পষ্ট রয়ে গিয়েছে। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা গোপনীয়তার নীতি গ্রহণ করেছেন এবং জেলেন্সকি তার রাতের ভাষণে বিস্তারিত বলেননি।

রাশিয়ায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে,কুরস্ক, ভোরোনেজ, বেলগোরড, ব্রায়ানস্ক এবং ওরিওল অঞ্চলে ৩৫টি ইউক্রেনীয় ড্রোন আগের রাতে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার অভ্যন্তরে রবিবার ড্রোন হামলার বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেন মূলত সামরিক অবকাঠামো এবং তেল ডিপোকে লক্ষ্য করে অনুরূপ ড্রোন হামলা বৃদ্ধি করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১০ অগাস্ট সরবরাহ করা ভিডিও থেকে নেয়া স্থির চিত্রে কুরস্ক রণাঙ্গনে একটি রুশ হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা যাচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১০ অগাস্ট সরবরাহ করা ভিডিও থেকে নেয়া স্থির চিত্রে কুরস্ক রণাঙ্গনে একটি রুশ হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা যাচ্ছে।

তার শনিবারের ভাষণে, জেলেন্সকি রাশিয়ার আক্রমণের সাথে সরাসরি জড়িত তার সৈন্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, "ইউক্রেন প্রমাণ করছে যে তারা সত্যই ন্যায়বিচার আনতে পারে এবং ঠিক যে ধরনের চাপের প্রয়োজন, আগ্রাসীর উপর ঠিক সেই চাপের নিশ্চয়তা দেয়।"

রাশিয়া শনিবার বলে, কিয়েভের বাহিনী প্রাথমিকভাবে প্রায় ১০০০ জন সৈন্য, ২০টি সাঁজোয়া যান এবং ১১টি ট্যাংক নিয়ে সীমান্ত অতিক্রম করে, যদিও তারা এখন পর্যন্ত তার চেয়ে পাঁচগুণ বেশি সামরিক হার্ডওয়্যার ধ্বংস করেছে বলে দাবি করে।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ শনিবার কিয়েভের অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় সীমান্তের কাছে তাদের সামরিক শক্তিবৃদ্ধি করছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা স্থল সেনা, বিমান ইউনিট, বিমান প্রতিরক্ষা এবং রকেট সিস্টেমকে ইউক্রেনের সীমান্তের কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছে।

রাশিয়ার পারমাণবিক সংস্থা শনিবার যুদ্ধ থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরে নিকটবর্তী কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হুমকির মুখে পরার বিষয়ে সতর্ক করে।

পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলি উদ্ধৃত করে বলে, "ইউক্রেনীয় সেনাবাহিনীর কর্মকাণ্ড পশ্চিম রাশিয়ার কুর্স্কে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য সরাসরি হুমকি সৃষ্টি করে।"

শুক্রবার, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান, অনুরূপ উদ্বেগ প্রকাশ করেন এবংন "সর্বোচ্চ সংযম" প্রদর্শনের আহ্বান জানান।

শনিবার জেলেন্সকির মন্তব্য সত্ত্বেও, ইউক্রেনের নেতারা এই অভিযানের বিষয়ে মুখ খুলছেন না।

কিয়েভের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলে, হামলার পরিকল্পনার কথা আগে তাদের জানানো হয়নি।

XS
SM
MD
LG