অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপিঃ সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলের ৭০-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার


পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাসভবনে হামলা এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ শত শত ভবনে অগ্নিসংযোগ করা হয়।
পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাসভবনে হামলা এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ শত শত ভবনে অগ্নিসংযোগ করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে বাসা-বাড়ি, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এসব ঘটনায় কিছু-কিছু জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠে। তার প্রেক্ষিতে এখন পর্যন্ত দলটির বিভিন্ন সংগঠনের প্রায় ৭০-এর নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির নেতারা বলছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে- দলের কেউ যেন হামলা, ভাঙচুর ও লুটপাটে না জড়ায়। একইসঙ্গে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় মন্দির, গির্জা কোনও ধরণের সহিংসতা না হয় তার জন্য পাহারা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের দাবী, অধিকাংশ জায়গায় দুষ্কৃতিকারীরা এসব ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান খালেদা জিয়া বুধবার (৭ আগস্ট) ভিডিও কলের মাধ্যমে পল্টনে দলের সমাবেশে দেয়া ভাষণে প্রতিশোধের পথ পরিহার করার আহ্বান জানান।

ওইদিন সমাবেশে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে বিএনপির নামে কেউ ভাঙচুর ও সহিংসতায় লিপ্ত হওয়ার চেষ্টা করলে, তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান।

ঢাকার পল্টনে বিএনপির সমাবেশ। ৭ আগস্ট, ২০২৪।
ঢাকার পল্টনে বিএনপির সমাবেশ। ৭ আগস্ট, ২০২৪।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের বহিষ্কারের প্রসঙ্গে ভয়েস অফ আমেরিকাকে বলেন, “কিছু-কিছু জায়গায় যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে বহিষ্কারও করা হয়েছে।”

তবে তিনি আরও বলেন, "কিছু দুষ্কৃতিকারী এসব করে নাম ভাঙায় বিএনপির। কিছু-কিছু জায়গায় ধরাও পড়েছে, সেখানে নামও এসেছে... ছাত্রলীগের সন্ত্রাসী...এরা। এর সঙ্গে কোনো মতেই বিএনপি জড়িত নয়। এটা বিএনপির বিরুদ্ধে অত্যন্ত পরিকল্পিত প্রোপাগান্ডা হচ্ছে। আমরা এর নিন্দা জানাই।"

সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির যুবসংগঠন যুবদলের ৫০ জনের অধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, “বিভিন্ন ধরণের অভিযোগের প্রেক্ষিতে এখন পর্যন্ত যুবদল সারাদেশে ৫০ জনের অধিক নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও এসব অভিযোগের পুরোপুরি তদন্তের সময়ও আমরা পাচ্ছি না।”

কিছু-কিছু জায়গায় সংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হচ্ছে বলে নয়ন জানান। তবে নয়ন দাবী করেন, “এসব ঘটনায় ঢালাওভাবে যুবদলের ওপর দোষ চাপানো হচ্ছে। যেমন ১০ বছর আগে একজন যুবদল করেছিল, কিন্তু এখন দলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এরকম ব্যক্তির অপরাধও যুবদলের ওপর চাপানো হচ্ছে।"

বিএনপির ছাত্রসংগঠন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির ভয়েস অফ আমেরিকাকে বলেন, “অবৈধ ও স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে...আমাদের গুটিকয়েক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আসায় আমরা কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করি।”

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে সারাদেশে ১০-১৫ জন ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান নাসির। তিনি বলেন, “বেশ-কিছু নেতাকর্মীকে কারণ দর্শনানোর নোটিশ দেওয়া হয়েছে।”

বিএনপির সূত্রে জানা গেছে, সারা দেশে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিএনপির ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারও-কারও পদ স্থগিত করা হয়েছে। এছাড়া শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক নেতাকর্মীকে বহিষ্কার ও কারণ দর্শনানোর নোটিশ দেওয়া হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজার বাড়িতে আগুন দেওয়া হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজার বাড়িতে আগুন দেওয়া হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পদত্যাগের পর তিনি ভারতে চলে যান এবং এখন তিনি ভারতে অবস্থান করছেন।

শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাসভবনে হামলা এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ শত শত ভবনে অগ্নিসংযোগ করা হয়। হাসিনার পতনের পরের দু’দিনে দেশে অন্তত ২৩২ নিহত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

XS
SM
MD
LG