রংপুরে আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টা আবু সাঈদের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করেন।
এসময় তার সঙ্গে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অধ্যাপক ড. ইউনূস সাঈদের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় সাঈদের বাবা-মা, ছয় ভাই ও তিন বোন উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রথম নিহত ছাত্র আবু সাঈদ। গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদকে গুলি করে হত্যা করা হয়।