অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রিয়ায় টেলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনার সাথে ইসলামিক স্টেট জড়িত


ভিয়েনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এক ব্যক্তির ছবি দেখানো হচ্ছে। হামলার ছকের সঙ্গে যুক্ত থাকায় এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৮ আগস্ট, ২০২৪।
ভিয়েনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এক ব্যক্তির ছবি দেখানো হচ্ছে। হামলার ছকের সঙ্গে যুক্ত থাকায় এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৮ আগস্ট, ২০২৪।

জনপ্রিয় পপ গায়িকা টেলর সুইফটের ভিয়েনা কনসার্টে বোমা বা ছুরি দিয়ে হামলা করার ব্যর্থ ছকের মূল পরিকল্পনাকারী ১৯ বছর বয়সী এক অস্ট্রিয়াবাসী ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর প্রতি অনুগত বলে কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে।

অস্ট্রিয়ার জননিরাপত্তা বিভাগের প্রধান পরিচালক ফ্রাঞ্জ রাফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, মূল সন্দেহভাজন (উত্তর ম্যাসিডোনিয়ান বংশোদ্ভূত) হেফাজতে থাকাকালীন পূর্ণাঙ্গ স্বীকারোক্তি দিয়েছে।

রাফ বলেন, সে ইন্টারনেটে আইএস জঙ্গি গোষ্ঠীর নেতার প্রতি আনুগত্যের শপথ নিয়েছিল এবং হামলার প্রস্তুতি হিসেবে টারনিজ শহরে তার নিজের বাড়িতে রাসায়নিক ও কারিগরি যন্ত্রপাতি রেখে দিয়েছিল।

১৯ বছর বয়সী এই তরুণের নাম প্রকাশ করা হয়নি। অস্ট্রিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান ওমর হাইজয়ি-পার্শনার বলেন, স্টেডিয়ামের বাইরে জড়ো হতে চলা আনুমানিক ২০ হাজার ‘সুইফটি’ অনুরাগীর মধ্যে বিস্ফোরক বা ছুরি দিয়ে হামলার পরিকল্পনা করছিল সে।

তিনি সেই সংবাদ সম্মেলনে আরও বলেন, “অন্যান্য কনসার্টগুলি সুস্পষ্ট হুমকির মুখে রয়েছে কিনা সে বিষয়ে বর্তমানে কোনও তথ্য নেই।”

অস্ট্রিয়ার আরও দুই যুবককে, যাদের বয়স যথাক্রমে ১৭ ও ১৫, এই ব্যর্থ ছকের জন্য বুধবার আটক করা হয়েছে।

ভিয়েনাতে সুইফটের তিনটি কনসার্ট বৃহস্পতিবার শুরু হওয়ার কথা। প্রতিটি কনসার্টের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে এবং প্রতিটি অনুষ্ঠানের জন্য ৬৫ হাজার করে সঙ্গীতপ্রেমী দর্শক টিকিট কিনেছেন। তবে, অনুরাগীদের আতঙ্কের কারণে তিনটি কনসার্টই বাতিল করা হয়েছে। সুইফটের বহু অনুরাগী অনেক দূর থেকে এসেছিলেন।

ফিলিপাইন থেকে এই অনুষ্ঠানের জন্য বিমানে আসা মার্ক দেল রোজারিও বলেন, “এটা হৃদয়বিদারক, হতাশাজনক। তবে, দিনের শেষে আমার মনে হয়, সকলের নিরাপত্তার জন্যই এটা করা হয়েছে।”

যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, অস্ট্রিয়ার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের থেকে সুইফটের কনসার্টে হামলার বিষয়ে তথ্য পেয়েছিল।

অস্ট্রিয়ার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী গেরহার্ড কারনার বলেছেন, বিদেশী গোয়েন্দা সংস্থাগুলি তদন্তে সাহায্য করেছে কারণ অস্ট্রিয়ার আইন বার্তাবাহী অ্যাপগুলির উপর নজরদারির অনুমোদন দেয় না।

ব্রিটিশ পুলিশ বৃহস্পতিবার বলেছে, আগামী সপ্তাহে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সুইফটের অনুষ্ঠানের উপর ভিয়েনায় পরিকল্পিত হামলার প্রভাব পড়ার কোনও ইঙ্গিত নেই।

XS
SM
MD
LG