অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনে পুলিশ মুসলিম বিরোধী দাঙ্গা ও পাল্টা বিক্ষোভের সম্মুখীন


ওয়েমাউথে যেখানে বিবি স্টকহোম অভিবাসী আবাসন বার্জ নোঙর করা হয়েছে সেখানে উগ্র ডানপন্থী কর্মীদের ডাকা একটি বিক্ষোভে একজন পুলিশ কর্মকর্তা একজন বিক্ষোভকারীকে আটকাচ্ছেন। ৪ আগস্ট, ২০২৪। ফাইল ছবি।
ওয়েমাউথে যেখানে বিবি স্টকহোম অভিবাসী আবাসন বার্জ নোঙর করা হয়েছে সেখানে উগ্র ডানপন্থী কর্মীদের ডাকা একটি বিক্ষোভে একজন পুলিশ কর্মকর্তা একজন বিক্ষোভকারীকে আটকাচ্ছেন। ৪ আগস্ট, ২০২৪। ফাইল ছবি।

যুক্তরাজ্যে উগ্র ডানপন্থী দলগুলো দেশজুড়ে আশ্রয় কেন্দ্র ও অভিবাসন আইন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানানোর অঙ্গীকার করায় ব্রিটিশ পুলিশ আরও মুসলিমবিরোধী দাঙ্গার আশঙ্কা করছে। দাঙ্গা ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের পাল্টা বিক্ষোভের পরিকল্পনা করতে প্ররোচিত করে।

গত সপ্তাহের শুরুর দিকে উত্তর-পশ্চিম ব্রিটেনে ছুরি হামলায় তিনটি মেয়ে নিহত হওয়ার পর ব্রিটেনে ক্রমবর্ধমান সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়ে, যা অনলাইনে মিথ্যা বার্তার ঢেউ শুরু করে যে সন্দেহভাজন হত্যাকারী একজন ইসলামপন্থী অভিবাসী।

প্রধানমন্ত্রী কির স্টারমার ৪ জুলাইয়ের নির্বাচনে জয়ী হওয়ার পর এই প্রথম সংকটের মুখোমুখি হয়েছেন। তিনি দাঙ্গাকারীদের সতর্ক করে দিয়েছেন যে, ১৩ বছরের মধ্যে ব্রিটেনে সংঘটিত সবচেয়ে খারাপ সহিংসতা ঠেকাতে দাঙ্গাকারীদের দীর্ঘ কারাদণ্ড ভোগ করতে হবে।

শহর ও নগরগুলোতে কয়েক শতাধিক দাঙ্গাকারী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তারা আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা আশ্রয়প্রার্থীদের হোটেলের জানালা ভেঙে দিয়েছে; “তাদের বের করে দাও”, “নৌকা থামাও” বলে স্লোগান দিয়েছে।

তারা মসজিদে পাথর নিক্ষেপ করে। এই ঘটনা সহিংসতার লক্ষ্যবস্তু জাতিগত সংখ্যালঘুসহ স্থানীয় সম্প্রদায়কে আতংকিত করেছে।

অনলাইনে পাঠানো বার্তায় বলা হয়, বুধবার অভিবাসীদের সহায়তাকারী অভিবাসন কেন্দ্র ও আইনি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালানো হবে। আপনি তাদের না বলা পর্যন্ত তারা আসা বন্ধ করবে না।

এর প্রতিক্রিয়ায়, বর্ণবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীগুলো সারা দেশে শহর ও নগরে পাল্টা বিক্ষোভের আয়োজন করে।

সহিংসতার প্রতিক্রিয়া জানাতে সরকার ছয় হাজার বিশেষ পুলিশ কর্মকর্তার একটি বাহিনী তৈরি করেছে এবং বলেছে, যেকোনো অস্থিরতা মোকাবিলায় তাদের বড় উপস্থিতি থাকবে।

XS
SM
MD
LG