অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪


বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ভিডিওর মাধ্যমে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। ফটোঃ ৬ অগাস্ট,২০২৪।
বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ভিডিওর মাধ্যমে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। ফটোঃ ৬ অগাস্ট,২০২৪।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, সে দেশের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এই হামলায় চারজন নিহত হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, নাবাতিয়ে এলাকায় হেজবুল্লাহকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হেজবুল্লাহ মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে তারা একটি ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েল ও হিজবুল্লাহের মধ্যে আন্তঃসীমান্ত লড়াইয়ে এই হামলা সর্বশেষ ঘটনা। গাজা ভূখণ্ডে ইসরায়েল ও হামাসের যুদ্ধের ফলে এদের মধ্যে সংঘাত বৃদ্ধি পেয়েছে। এই হামলার ঘটনা ঘটলো এমন সময়ে যখন এই অঞ্চলে দ্বন্দ্ব ও সংঘাত বৃদ্ধি এড়াতে আন্তর্জাতিক গোষ্ঠী কাজ করছে।

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় বৈরুতে হিজবুল্লাহের কমান্ডারের প্রাণহানি এবং এক হামলায় হামাসের রাজনৈতিক প্রধানকে তেহরানে হত্যার ফলে উদ্বেগ বেড়েছে। ইরান ও হামাস এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল মঙ্গলবার বলেন, "মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েই চলেছে যা এক অজানা মাত্রার যুদ্ধের কিনারে নিয়ে যাচ্ছে। আমাদের সকলকে আরও একটা বিপর্যয় প্রতিরোধ করতে হবে। এগিয়ে যাওয়ার পথটি মূলত ঐক্যমতপূর্ণ: গাজায় যুদ্ধবিরতি, এখনই।"

দক্ষিণ কোরিয়া অবশেষে মঙ্গলবার এই অঞ্চলে যাত্রার বিষয়ে সতর্কতা জারি করেছে। এই দেশ তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইসরায়েল ও লেবানন ত্যাগ করতে অনুরোধ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ফটোঃ ৬ অগাস্ট, ২০২৪।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ফটোঃ ৬ অগাস্ট, ২০২৪।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ও তাদের প্রক্সি যেমন হিজবুল্লাহের পক্ষ থেকে হুমকির মুখে "ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা অটুট থাকবে।"

পেন্টাগন প্রেস সচিব মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, অস্টিন ও গ্যালান্ট সহমত হয়েছেন যে, ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর উপর সোমবার ইরান-সম্পৃক্ত মিলিশিয়ার হামলা "বিপজ্জনক সংঘাত বৃদ্ধির প্রতিফলন এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করতে ইরানের ভূমিকাকে তুলে ধরে।"

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা ভিওএ-কে জানিয়েছেন, ওই হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীও মঙ্গলবার বলেছে, তাদের বাহিনী গাজা ভূখণ্ডের মধ্য ও দক্ষিণাঞ্চলে অভিযান চালাচ্ছে এবং অধিকৃত পশ্চিম তীরের জেনিন এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, এই হামলায় চারজন নিহত হয়েছে এবং পশ্চিম তীরের আকাবা গ্রামে ইসরায়েলি হানায় আরও চারজনের প্রাণহানি হয়েছে।

XS
SM
MD
LG