অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনে দাঙ্গাকারীদের বিরুদ্ধে 'দ্রুত ফৌজদারি নিষেধাজ্ঞার' অঙ্গীকার করলেন স্টারমার


টেন ডাউনিং স্ট্রিটের বাইরে এক নিরাপত্তা রক্ষীকে দেখা যাচ্ছে। ৫ আগস্ট, ২০২৪।
টেন ডাউনিং স্ট্রিটের বাইরে এক নিরাপত্তা রক্ষীকে দেখা যাচ্ছে। ৫ আগস্ট, ২০২৪।

তিন শিশুকে হত্যার প্রতিবাদে গত সপ্তাহে ইংল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়া উগ্র ডানপন্থীদের দাঙ্গা বিষয়ে জরুরি বৈঠকের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমার সোমবার ‘দ্রুত ফৌজদারি নিষেধাজ্ঞার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের সাউথপোর্ট থেকে প্রথম ছড়িয়ে পড়া সহিংসতা কীভাবে দমন করা যায় তা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধান মার্ক রাউলিসহ মন্ত্রী ও পুলিশ প্রধানদের সাথে বৈঠক করেন।

সপ্তাহান্তে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।জনতা ইট ও ফ্লেয়ার নিক্ষেপ করে, পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, দোকানপাট পুড়িয়ে দেয় এবং লুটপাট করে; গাড়ি ও বাড়ির জানালা ভেঙে দেয়।

স্টারমার গণমাধ্যমকে বলেন, সোমবারের বৈঠক থেকে আসা “বেশ কয়েকটি পদক্ষেপের” অংশ হিসেবে সরকার “নিষেধাজ্ঞাগুলো দ্রুত নিশ্চিত করার জন্য” “ফৌজদারি বিচার বৃদ্ধি করবে।”

টেইলর সুইফট থিমের একটি নাচের ক্লাসে ছুরি হামলায় তিন শিশু নিহত ও আরও পাঁচ শিশু গুরুতর আহত হওয়ার একদিন পর সাউথপোর্টে সংঘর্ষ শুরু হয়।

হামলাকারী একজন মুসলিম আশ্রয়প্রার্থী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিকভাবে গুজব ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলে, সন্দেহভাজন হামলাকারী ওয়েলসে জন্মগ্রহণ করা ১৭ বছর বয়সী ব্যক্তি এবং যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়, তার বাবা-মা রুয়ান্ডার নাগরিক।

তবে তাতেও মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত রাখা যায়নি।

এরপর থেকে পুলিশ দেশব্যাপী নগর ও শহরগুলোতে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে, সেখানে অভিবাসনবিরোধী বিক্ষোভকারী এবং দাঙ্গাকারীরা পুলিশ ও পাল্টা বিক্ষোভকারীদের মুখোমুখি হয়েছে। এদের মধ্যে মুসলমানদের দলও ছিল।

রবিবার প্রধানমন্ত্রী দাঙ্গাকারীদের সতর্ক করে দিয়ে বলেন, তারা ১৩ বছরের মধ্যে ইংল্যান্ডের সবচেয়ে খারাপ বিশৃঙ্খলায় অংশ নেয়ার জন্য “অনুশোচনা” করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সোমবার বিবিসিকে বলেন, “সবকিছুর হিসেব নেয়া হবে।”

সহিংসতার জন্য পুলিশ ১৫ বছর আগে প্রতিষ্ঠিত ইসলাম বিরোধী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের সাথে জড়িত ব্যক্তিদের দায়ী করে। সংগঠনটির সমর্থকরা ফুটবল গুন্ডামির সাথে যুক্ত ছিল।

XS
SM
MD
LG