অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক কারণ না জানিয়ে সে দেশে ইন্সটাগ্রাম ব্যবহার বন্ধ রেখেছে


সেলফোনে ইন্সটাগ্রামের লোগো দেখা যাচ্ছে। বস্টন। ফাইল ফটোঃ ১৪ অক্টোবর, ২০২২।
সেলফোনে ইন্সটাগ্রামের লোগো দেখা যাচ্ছে। বস্টন। ফাইল ফটোঃ ১৪ অক্টোবর, ২০২২।

তুরস্কের জনসংযোগ কর্তৃপক্ষ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম ব্লক করে দিয়েছে। সে দেশে ওয়েবসাইটগুলিকে কঠোর হাতে দমন করার এটাই সর্বশেষ উদাহরণ।

তথ্য ও জনসংযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ (ইন্টারনেট পরিষেবা পরিচালনা করে) শুক্রবার সকালে ইন্সটাগ্রাম বন্ধের বিষয়টি ঘোষণা করেছে, তবে তারা এর কোনও কারণ জানায়নি। সরকার-ঘনিষ্ঠ সংবাদপত্র ‘সাবাহ’ বলেছে, তুরস্কের যে সকল ইন্সটাগ্রাম-ব্যবহারকারী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ের হত্যার জন্য শোক প্রকাশ করেছেন তাদের পোস্ট সরিয়ে দেওয়ার জবাবে এই অ্যাপটি বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্সিয়াল জনসংযোগ পরিচালক ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘনিষ্ঠ সহযোগী ফাহরেত্তিন আলতুন সমালোচনা করেছিলেন যে, হানিয়ের জন্য শোকবার্তা পোস্ট করা থেকে তুরস্কের ইউজারদের আটকাচ্ছে মেটা-মালিকানাধীন এই অ্যাপ। এই সমালোচনার কয়েক দিন পরই বন্ধ করা হলো ইন্সটাগ্রাম।

তুরস্ক তাদের পশ্চিমা মিত্রদের বিপরীতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে না। গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচক এরদোয়ান এই গোষ্ঠীকে “মুক্তিযোদ্ধা” বলে অভিহিত করেছেন।

এই দেশ হানিয়ের জন্য শুক্রবার শোকদিবস পালন করছে। এদিন সে দেশের পতাকা অর্ধনমিত রাখে।

তুরস্কের সামাজিক মাধ্যম ও ওয়েবসাইট সেনসর করার ধারাবাহিক ইতিহাস রয়েছে। আইনজীবী ও মানবাধিকার কর্মীদের একটি অলাভজনক সংগঠন ‘ফ্রিডম অফ এক্সপ্রেসন অ্যাসোসিয়েসনে’র বক্তব্য অনুযায়ী, ২০২২ সাল থেকে হাজার হাজার ডোমেইন ব্লক করা হয়েছে। ভিডিও মাধ্যম ইউটিউবকে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্লক করা হয়েছিল।

XS
SM
MD
LG