১ আগস্ট, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গোলিয়াতে তার ‘সিক্স নেশন এশিয়া’ সফর সমাপ্ত করলেন।
আমেরিকার বৈশ্বিক ভূমিকার ভবিষ্যৎ দিক-দর্শন নিয়ে বিশ্বের বৃহৎ অংশ অস্থিরতা ও গভীর অনিশ্চয়তায় রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার সফরে শান্ত স্বাভাবিকতার আবহ তুলে ধরার চেষ্টা করেছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর এটাই ব্লিংকেনের প্রথম বিদেশ সফর।
ব্লিংকেন লাওস, ভিয়েতনাম, জাপান, ফিলিপাইনস ও সিঙ্গাপুরেও গিয়েছেন।
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বেশ কয়েকটি ঘটনা, ইউক্রেনে রাশিয়ার হামলা বৃদ্ধি এবং চীনের ক্রমবর্ধমান আগ্রাসী পদক্ষেপ নিয়ে ক্রমাগত ভয় বিষয়ে এই সফরে জোর দেওয়া হয়েছে। (এপি)