৩১ জুলাই, বুধবার যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লেডেকির সাঁতার জগতে অন্যতম চিত্তাকর্ষক রেকর্ড স্থাপন ।
১৫০০ মিটার ফ্রি-স্টাইলে আধিপত্য রেখে বিজয়ের মাধ্যমে লেডেকি তার ১২তম পদক অর্জন করেন। একজন নারী সাঁতারু হিসেবে তিনজন সহ-আমেরিকানের সমকক্ষ হয়ে উঠলেন তিনি।
প্যারিস অলিম্পিক্সে তিনি তার বিভাগে সমস্ত পদক নিজের দখলে রাখবেন, সেই সম্ভাবনা রয়েছে।
লেডেকির জন্য যা অপেক্ষা করছে: বৃহস্পতিবার তিনি ৪x২০০ ফ্রি-স্টাইলের ফাইনাল রিলে দৌড়ে প্রতিযোগিতা করবেন বলে আশা করা হচ্ছে। টোকিও গেমসে এই বিভাগে যুক্তরাষ্ট্র রৌপ্যপদক পেয়েছিল।
তার সামনে ৮০০ ফ্রি-স্টাইল প্রতিযোগিতা রয়েছে যেখানে তিনি তার চতুর্থ স্বর্ণপদকের জন্য ঝাঁপিয়ে পড়বেন। (এপি)