ফ্রান্স সরকার বলছে, দেশের বিভিন্ন শহরে যখন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে, তখন হামলাকারিদের ভাংচুরের শিকার হয়েছে ফাইবার এবং মোবাইল ফোনের লাইন।
ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। এতে অলিম্পিক গেমস বিঘ্নিত হয়েছে কিনা, তা জানা যায়নি। গত শুক্রবার অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু আগে রেল ব্যবস্থার ওপর অগ্নি হামলার পর আবার এই হামলার ঘটনা ঘটলো।
ডিজিটাল বিষয়ক সেক্রেটারি অফ স্টেট ম্যারিনা ফেরারি এক্স-এ বলেছেন, কয়েকটি অঞ্চলে রবি এবং সোমবারের ক্ষয়ক্ষতির ফলে টেলিযোগাযোগ বিঘ্নিত হয়েছে। তিনি বলেন, এর ফলে ফাইবার এবং মোবাইল ফোন লাইনের ক্ষতি হয়েছে।
প্যারিস অলিম্পিকের আয়োজকরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।