রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, তবে রাশিয়া পশ্চিমে আঘাত হানার মত দূরত্ব থেকে একই ধরনের ক্ষেপণাস্ত্র স্থাপন করবে।
যুক্তরাষ্ট্র ১০ জুলাই বলে, তারা ২০২৬ সাল থেকে দীর্ঘমেয়াদে মোতায়েনের প্রস্তুতি হিসেবে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা শুরু করবে। এই স্থাপনার মধ্যে এসএম-৬, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উন্নয়নমূলক হাইপারসনিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে।
সেন্ট পিটার্সবার্গে রুশ নৌবাহিনী দিবস উপলক্ষে রাশিয়া, চীন, আলজেরিয়া এবং ভারতের নাবিকদের উদ্দেশ্যে এক বক্তৃতায় পুতিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন যে এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি স্নায়ু যুদ্ধের মত ক্ষেপণাস্ত্র সংকট তৈরী করার ঝুঁকি নিয়েছে।
পুতিন বলেন, রাশিয়ার ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এই জাতীয় ক্ষেপণাস্ত্রের ১০ মিনিট মত সময় লাগবে। "এ সকল ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত হতে পারে, " তিনি বলেন।
"আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপে তাদের স্যাটেলাইট রাষ্ট্রগুলো এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে তাদের কার্যকলাপ বিবেচনা করে একই রূপে মোতায়েন করার ব্যবস্থা গ্রহণ করব।"
পুতিন ২০২২ সালে তার সেনাবাহিনীকে ইউক্রেনে পাঠান। তিনি পশ্চিমা বিশ্বের সাথে একটি ঐতিহাসিক সংগ্রামের অংশ হিসাবে এ যুদ্ধকে চিহ্নিত করেন। তিনি বলেন পশ্চিমা বিশ্ব ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর, তাঁর মতে মস্কোর প্রভাব বলয়ে হস্তক্ষেপ করে রাশিয়াকে অপমানিত করে।
ইউক্রেন এবং পশ্চিমারা বলছে, পুতিন সাম্রাজ্যবাদী ধাঁচে জমি দখলের কাজে নিয়োজিত। তারা রাশিয়াকে পরাজিত করার অঙ্গীকার করেছে। রাশিয়া বর্তমানে ক্রাইমিয়া সহ ইউক্রেনের প্রায় ১৮ শতাংশ এবং পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলের অংশ নিয়ন্ত্রণ করে।
রাশিয়া বলে এলাকাগুলো, যা একসময় রুশসাম্রাজ্যের অংশ ছিল, এখন আবার রাশিয়ার অংশ হয়েছে এবং সেগুলি আর কখনই ফেরত দেওয়া হবে না।
স্নায়ু যুদ্ধ?
রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলেন, তাদের কূটনৈতিক সম্পর্ক ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের সময় থেকেও খারাপ। মস্কো এবং ওয়াশিংটন উভয় দেশই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে যদিও উভয়ই উত্তেজনার দিকে পদক্ষেপ নিয়েছে।
পুতিন বলেন, যুক্তরাষ্ট্র উত্তেজনা সৃষ্টি করছে এবং ডেনমার্ক ও ফিলিপাইনে টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থানান্তর করেছে। তিনি ১৯৭৯ সালে পশ্চিম ইউরোপে পার্শিং ২ লঞ্চার মোতায়েন করার নেটো সিদ্ধান্তের সাথে যুক্তরাষ্টের পরিকল্পনার তুলনা করেন।
জেনারেল সেক্রেটারি ইউরি আন্দ্রোপভ সহ সোভিয়েত নেতারা আশঙ্কা করেছিলেন যে, পার্শিং ২-এর মোতায়েন সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি বিস্তৃত পরিকল্পনার অংশ ছিল।
পুতিন বলেন, "এই পরিস্থিতি স্নায়ুযুদ্ধের সময় ইউরোপে আমেরিকার মাঝারি-পাল্লার পার্শিং ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনাগুলি স্মরণ করিয়ে দেয়।"
পার্শিং ২ পরিবর্তনশীল বিস্ফোরক-ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বোমা বহন করার জন্য ডিজাইন করা হয়।এটি ১৯৮৩ সালে পশ্চিম জার্মানিতে মোতায়েন করা হয়েছিল।
অসুস্থ আন্দ্রোপভ এবং কেজিবি ১৯৮৩ সালে পার্শিং ২ মোতায়েন এবং নেটোর একটি বড় মহড়াসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি পদক্ষেপ সোভিয়েত ইউনিয়নের উপর পশ্চিমা বিশ্বের পূর্বনির্ধারিত হামলার লক্ষণ হিসাবে ব্যাখ্যা করেন।
পুতিন পূর্বের একটি সতর্কবার্তার পুনরাবৃত্তি করেন যে রাশিয়া মধ্যবর্তী এবং স্বল্প পাল্লার পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্রের উত্পাদন পুনরায় শুরু করতে পারে এবং এরপরে আমেরিকা ইউরোপ এবং এশিয়ায় একই ধরনের ক্ষেপণাস্ত্র আনার পরে সেগুলি কোথায় মোতায়েন করা হবে তা বিবেচনা করবে।