অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বলছে তারা পূর্ব ইউক্রেনের লোজুভাতস্কা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে


ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের দৃশ্য। ফটোঃ ২৬ জুলাই, ২০২৪।
ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের দৃশ্য। ফটোঃ ২৬ জুলাই, ২০২৪।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক সেক্টরের লোজুভাতস্কা বসতির নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে তাদের বাহিনী।

গত ২৯ মাস ধরে চলা যুদ্ধে এটি সবচেয়ে উত্তপ্ত লড়াইয়ের ফ্রন্টলাইন হিসেবে পরিচিত এলাকা।

ইউক্রেনের জেনারেল স্টাফ তাদের প্রতিবেদনে সেখানকার বসতির কথা উল্লেখ না করলেও এর আশেপাশের এলাকায় প্রচন্ড লড়াইয়ের কথা জানান।

অন্যান্য বেসামরিক সুত্র থেকে এই সেক্টরের আরও দুটি এলাকা হাতছাড়া হবার খবর জানা যায়।

রুশ বাহিনী ফেব্রুয়ারিতে দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আভদিভকা দখল করার পর থেকে এই অঞ্চলের অন্যান্য দিকে ধীরে অগ্রসর হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনীর সেন্টার গ্রুপ দোনেৎস্কের উত্তর-পশ্চিমে লোজুভাতস্কা দখল করেছে এবং ইউক্রেনের তিনটি পাল্টা হামলাও প্রতিহত করেছে।

কয়েক সপ্তাহ ধরে ফ্রন্ট লাইনে থাকা পোকরোভস্ক সেক্টরটি তীব্র লড়াইয়ের মুখোমুখি আছে বলে আগেই জানিয়েছিল ইউক্রেনের কর্মকর্তারা।

তাদের বাহিনী ওই এলাকায় ১৭টি হামলা ঠেকিয়ে দিয়েছে এবং ১০টি সংঘর্ষ এখনও চলছে বলে জানায় ইউক্রেনের জেনারেল স্টাফ।

তিনি বলেন, পরিস্থিতি কঠিন কিন্তু এখনও সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

XS
SM
MD
LG