গাজার মধ্যাঞ্চল দেইর আল বালাহ শহরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে হামাসের একটি কমান্ড সেন্টারে হামলার দাবী জানিয়েছে।
দেইর আল-বালাহ স্কুলে হামলায় নিহতদের সংখ্যা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এবং জানিয়েছে আরও ১০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। এই এলাকাটিতে বহু সংখ্যক বাস্তুচ্যূত পরিবারের বসবাস।
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, এই স্কুলটি হামাসের অস্ত্রের মজুদ হিসেবে ব্যবহার করা হতো। আর তারা হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করেছিল। তারা গাজার মধ্যাঞ্চলে এই খাদিজা স্কুলটির ভেতরে হামাসের নির্দেশ ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে” তাদের লক্ষ্যবস্তু করেছিল।
ঘটনায় আহতদের এম্বুলেন্সে করে দেইর আল-বালাহ'র আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকে রক্তে মাখামাখি হয়ে পায়ে হেঁটে এসেও পোঁছান।
এ ধরনের বেসামরিক কাঠামোর ব্যবহার করে জঙ্গি ইসলামি গোষ্ঠি হামাস সাধারণ লোকজনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে তাদের দোষারোপ করে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে শনিবার ফিলিস্তিনি সরকারি সংবাদমাধ্যম, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হবার খবর জানায়। নিহতদের মরদেহ নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
এর আগে ইসরায়েলি বাহিনী তাদের এই এলাকা ছেড়ে চলে যেতে বলে যাতে তারা সেখানে “শক্তি প্রয়োগ” করতে পারে। তারা বেসামরিক নাগরিকদের ক্ষতি না করার জন্য এই আহ্বান জানানো হয়েছে বলে জানায়। সামরিক বিবৃতিতে বলা হয় তাদেরকে আল মাসাওয়ী এলাকায় যেতে বলা হয়।
এর আগে ইসরায়েলি বিমান হামলায় আল-বুরেইজ শরণার্থী শিবিরে পাঁচ জন ও মিশর সীমান্তের কাছে রাফাহ শহরের একটি বাড়িতে আরেকটি হামলায় আরও চারজন ফিলিস্তিনি নিহত হবার খবর জানিয়েছেন চিকিৎসকরা।
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা।
ইসরায়েলি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়। আর তাদের হাতে, হামাস আর ইসলামি জিহাদ সহ অন্যান্য দলগুলোর প্রায় ১৪ হাজার যোদ্ধা নিহত বা বন্দি হয়েছে।
অপরদিকে, ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে এই যুদ্ধে ইসরায়েলের হামলায় প্রায় ৩৯০০০ হাজার মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু।