অ্যাকসেসিবিলিটি লিংক

সেইন নদীর তীরে প্যারিস অলিম্পিক্সের বিশাল এক উদ্বোধনী অনুষ্ঠান


সেইন নদীর উপর ফ্রান্সের পতাকার রঙ্গের আনুষ্ঠানিক ধোঁয়ার কুন্ডলি। ২০২৪ এর গ্রীষ্মকালীন অলিম্পিক্স, ফ্রান্স, জুলাই ২৬, ২০২৪।
সেইন নদীর উপর ফ্রান্সের পতাকার রঙ্গের আনুষ্ঠানিক ধোঁয়ার কুন্ডলি। ২০২৪ এর গ্রীষ্মকালীন অলিম্পিক্স, ফ্রান্স, জুলাই ২৬, ২০২৪।

বিপ্লবের জন্মভূমি হিসেবে খ্যাতির শীর্ষে থাকা প্যারিস এক শতকের মধ্যে এই প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আয়োজন করলো। শুক্রবার সেইন নদীর তীর জুড়ে বৃষ্টিস্নাত এই অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকা-খচিত এবং অলীক স্বপ্নের এক বাস্তব রূপ।

থেমে থেমে বৃষ্টি পড়ছিল ঠিকই কিন্তু অলিম্পয়ানদের উৎসাহ তাতে বাধাগ্রস্ত হয়নি বরঞ্চ শহরটির অদম্যতা প্রকাশে তারা ছাতা মাথায় দিয়ে নৌকায় চড়ে নদীতে ভ্রমণ করে। ফ্রান্সের উচ্চ গতিসম্পন্ন রেল নেটওয়ার্ককে লক্ষ্য করে অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের মুখে কর্তৃপক্ষের অদম্য শক্তিরও বহিপ্রকাশ ঘটলো এই অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টির সকল উদ্দেশ্যকে নস্ম্যাৎ করে দিয়ে।

বিপুল সংখ্যক মানুষ সেইন নদীর তীরজুড়ে এবং সেতুতে উঠে কিংবা ব্যলকনিতে বসে নৌকাতে করে অলিম্পিক্স টিমের এই মিছিল দেখে আনন্দে “ উহ” “ আহ” ধ্বণি দিচ্ছিলেন। বৃষ্টির প্রচন্ডতা বাড়লেও তারা এই উৎসব থেকে দূরে সরে যাননি , কেউ কেউ অবশ্য তাঁদের আসন ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে গিয়েছিলেন, কিন্তু হাজার হাজার দর্শক ছাতা মাথায় দিয়ে এবং জ্যাকেট পরে এই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

২০২৪ এর গ্রীষ্মকালীন অলিম্পিক্সের উদ্বাধনী অনুষ্ঠানের আগে সেইন নদীর উপকুল জুড়ে দর্শকরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় অপেক্ষা করছেন। প্যারিস, ফ্রান্স, জুলাই ২৬, ২০২৪।
২০২৪ এর গ্রীষ্মকালীন অলিম্পিক্সের উদ্বাধনী অনুষ্ঠানের আগে সেইন নদীর উপকুল জুড়ে দর্শকরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় অপেক্ষা করছেন। প্যারিস, ফ্রান্স, জুলাই ২৬, ২০২৪।

অনুষ্ঠানটিতে সম্পৃক্ত থেকেছেন বিশ্বব্যাপী শ্রোতারা আর প্যারিস, একেবারে আক্ষরিক অর্থেই দর্শনীয় ভাবে এই অলিম্পিক্সের সূচনা করে। একেবারে প্রথমেই ক্যানক্যানের নৃত্য শিল্পিরা তাঁদের নৃত্য পরিবেশন করেন।

ফুটবলের ব্যক্তিত্ব জিনাদিন জিদানকে নিয়ে একটি রসাত্মক ফিচার ছবি দেখানো হয়। তার পরই ফ্রান্সের নীল সাদা ও লাল রঙের ধোঁয়ার কুন্ডলি দেখা যায় এবং লেডি গাগা ফরাসি ভাষায় গান পরিবেশন করেন আর তাঁর সঙ্গে নৃত্য শিল্পিরাও যোগ দেন।

অপেরা ও রক মিউজিকের সংমিশ্রণে চলতে থাকে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন মাতানো সব অনুষ্ঠান।

এই উদ্বোদনী অনুষ্ঠান ফ্রান্সের জন্য কিছুটা ঝুৎকিবহুলো ছিল। শহরে এসেছিলেন প্রায় এক ডজন রাষ্ট্র ও সরকার প্রধান আর গোটা প্যারিস যেন এক উন্মুক্ত মঞ্চে পরিণত হয়। সেইন নদীর তীরে বিখ্যাত সব মনুমেন্ট শিল্পীদের মঞ্চে পরিণত হয়।

অনুষ্ঠান চলতে থাকায় প্যারিসে আশাবাদ বৃদ্ধি পায়। প্যারিস অলিম্পিক্সের আয়োজকরা বলছেন আগামি ১৬ দিনের এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন ৬,৮০০ থেকে ১০,৫০০ খেলোয়াড়।

অলিম্পিকের প্রটোকল অনুযায়ী খেলোয়াড়দের নিয়ে প্রথম নৌকাটি আসে গ্রীস থেকে যেটি এই প্রাচীন খেলার জন্মস্থান। তার পর আসে শরণার্থী খেলোয়াড়দের দল এবং তার পর ফরাসি বর্ণমালা অনুযায়ী দলগুলো আসতে থাকে নৌকায় করে।

এবার প্যারিস অলিম্পিক্সের আরেকটি ব্যতিক্রমী দিক ছিল প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান এক সঙ্গে চলেছে যেখানে খেলাধূলা এবং শৈল্পিক প্রকাশের এক অনন্যসাধারণ সংমিশ্রণ ঘটানো হয়।

বিশ্বকাপে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন যিনি সেই ডিজান কি অলিম্পিক মশাল বহন করবেন , নাকি অন্য কেউ । এ নিয়ে জল্পনা-কল্পনার কোন শেষ নেই। কেউ কেউ বলছেন আয়োজকরা এই সম্মান দিতে পারেন ২০১৫ সালে ইসলামিক স্টেটের বন্দুকধারী ও আত্মঘাতী বোমাবাজদের হামলায় যাঁরা প্রাণে রক্সা পেয়েছন তাঁদেরকে । ওই আক্রমণে প্যারিস ও তার পার্শ্বর্তী স্থানগুলিতে ১৩০ জনকে হত্যা করা হয়। কাজেই চূড়ান্ত পর্যায়ের মশালবহনকারী ব্যক্তির নাম এই সংবাদ লেখার সময় পর্যন্ত যেন রহস্যই হয়ে রইল।

প্রায় ৪৫,০০০ পুলিশ ও আধা সামরিক বাহিনী এবং ১০,০০০ সৈন্য এই আয়োজন ও ভিআইপি অতিথিদের প্রহারায় রয়েছে যাদের মধ্যে আন্তর্জাতিক অলিম্পিক্সের প্রেসিডেন্ট টমাস ব্যাক ও ম্যাক্রঁ রয়েছেন যাঁরা নাকি এই উৎসবের সভাপতিত্ব করছেন।

XS
SM
MD
LG