অ্যাকসেসিবিলিটি লিংক

অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের আগে অগ্নি হামলায় প্যারিসে ট্রেন চলাচল বিঘ্নিত

২৬ জুলাই, শুক্রবার, ফ্রান্সের উচ্চ-গতির রেল নেটওয়ার্কে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এর ফলে, ফ্রান্স ও ইউরোপ থেকে প্রায় ৮ লক্ষ মানুষের প্যারিসে আসা ব্যাহত হয়। সমস্যাপীড়িতদের মধ্যে রয়েছেন অলিম্পিকের ক্রীড়াবিদরাও। তারা সন্ধ্যায় গেমসের মহা-উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিলেন।

ফরাসি কর্মকর্তারা এই হামলাকে "অপরাধমূলক কর্মকাণ্ড" বলে অভিহিত করে নিন্দা করেছেন। যদিও তারা বলেছেন, গেমসের সঙ্গে এই হামলার প্রত্যক্ষ সংযোগের কোনও লক্ষণ নেই।

প্যারিসে প্রসিকিউটররা এই অপরাধমূলক কর্মকাণ্ডের জাতীয় তদন্ত শুরু করেছেন। (এপি)


XS
SM
MD
LG