অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ জন নিহত


ইউক্রেনের মাইকোলাইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের কাছে বসে আছেন একজন স্থানীয় অধিবাসী।( ১৯ জুলাই, ২০২৪)
ইউক্রেনের মাইকোলাইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের কাছে বসে আছেন একজন স্থানীয় অধিবাসী।( ১৯ জুলাই, ২০২৪)

শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে দুই জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় দেশটির জ্বালানি স্থাপনা ও রেলওয়ে অবকাঠামোগুলোতে আঘাত হানা হয়েছে।

খারকিভ অঞ্চলের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, উত্তর-পূর্বাঞ্চলের ছোট শহর বারভিনকোভের একটি অবকাঠামো স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও আরও তিনজন আহত হয়েছে। টেলিগ্রাম অ্যাপে তিনি বলেন, হামলায় ৫০টিরও বেশি আবাসিক বাড়ি এবং প্রশাসনিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাতভর হামলায় রুশ বাহিনীর ছোঁড়া চারটি ব্যালিস্টিক ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে বলে জানায় দেশটির বিমান বাহিনী। তাছাড়া বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির উত্তর, পূর্ব, মধ্যাঞ্চলের পাঁচটি অঞ্চলে ১৭টি রুশ ড্রোনের মধ্যে ১৩টি ভূপাতিত করেছে বলেও জানানো হয়।

জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগোর তথ্যমতে, ড্রোনগুলো মধ্যাঞ্চলীয় পোলতাভা অঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলের সুমি অঞ্চল এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ এলাকায় বিদ্যুৎ বিতরণ স্থাপনায় হামলা চালিয়েছে।

পোলতাভা ও চেরনিহিভ অঞ্চলের শিল্প ও আবাসিক গ্রাহকদের জন্য জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ইউক্রেনেরগো বলে টেলিগ্রাম মেসেজে জানানো হয়।

মার্চ মাস থেকে রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ বাড়িয়ে তুলেছে । এর ফলে প্রাপ্ত জ্বালানি শক্তির প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে এবং লক্ষ লক্ষ লোকের জন্য ব্ল্যাক আউটের সময়সীমা বাড়ানো হয়েছে।

এদিকে ইউক্রেনের রেলওয়ে বিভাগও রাতভর রুশ হামলায় খারকিভ অঞ্চলের কিছু অংশে রেলওয়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং কিছু যাত্রীবাহী ট্রেনের বিলম্বের খবর দিয়েছে।

XS
SM
MD
LG