অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান, তাহলে কী হবে?


মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ডনাল্ড ট্রাম্পের ভাষণের সময়ে পর্যটকরা হোয়াইট হাউজের সামনে।
মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ডনাল্ড ট্রাম্পের ভাষণের সময়ে পর্যটকরা হোয়াইট হাউজের সামনে।

বহু দাতাই নির্বাচনী প্রচারাভিযানের তহবিলে দান করতে রাজি নন এবং অনেক ডেমক্র্যাট প্রকাশ্যেই বলছেন যে নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের জয়লাভের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে আর তারই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে বাইডেন সম্ভবত শিগগিরই এই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন।

অবশ্য শুক্রবার পর্যন্ত নির্বাচনী প্রচারাভিযান কিংবা হোয়াইট হাউজ থেকে এমন কোন আভাস পাওয়া যায়নি যে বাইডেন নির্বাচনে অংশ নেবেন না। তবে তিনি যদি সরে দাঁড়ান তা হ’লে ডেমক্র্যাটদের দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের দলের কে তাঁর স্থলাভিসিক্ত হবেন।

সবচেয়ে সুশৃঙ্খল ভাবে এই পরিবর্তন আনা যেতে পারে যদি বাইডেন নিজেই একজন বিকল্প প্রার্থীকে সমর্থন করেন এবং আগামি মাসে ইলিনয়ের শিকাগোতে অনুষ্ঠিতব্য ডেমক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে প্রতিনিধিদের বলেন তাঁদের ভোট যেন তাঁর পরিবর্তে ওই প্রার্থীকেই দেওয়া হয়।

গত বছর প্রেসিডন্ট জো বাইডেন কভিড-১৯ 'এ আক্রান্ত হবার সময়ে তাঁর দপ্তরে। জুলাই ২২, ২০২২।
গত বছর প্রেসিডন্ট জো বাইডেন কভিড-১৯ 'এ আক্রান্ত হবার সময়ে তাঁর দপ্তরে। জুলাই ২২, ২০২২।

ঐতিহাসিক ভাবে কনভেনশনের প্রতিনিধিরা সেই প্রার্থীকেই ভোট দিয়ে থাকেন যাঁরা তাঁদের রাজ্যগুলিতে প্রাথমিক নির্বাচন বা ককাসে জয়লাভ করেন। বাইডেন দেশের প্রায় সব ক’টি প্রাইমারি এবং ককাসে জয়লাভ করায় প্রায় ৩,৮৯৬ জন ডেমক্র্যাটিক প্রতিনিধি তাঁকেই ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে ডেমক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন( ডিএনসি)’র নিয়মে সেই অঙ্গীকার পরিবর্তন করা যায় যেখানে “ সঠিক বিবেক” প্রয়োগ করে প্রতিনিধিরা সিদ্ধান্ত নিতে পারেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস

প্রতিনিধিদের ভোট দ্রুত পেতে হলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া যেতে পারে। তিনিতো স্বাভাবিক ভাবেই প্রেসিডেন্টের উত্তরসুরি হবার তালিকায় রয়েছেন। তিনি বাইডেন-হ্যারিস নির্বাচনী টিকেটের অংশ হিসেবে আর্থিক ভাবেও সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

প্রচারাভিযানের আর্থিক নিয়ম অনুযায়ী হ্যারিস, বাইডেন-হ্যারিস তহবিল থেকে খরচ করতে পারেন। জুন মাসের হিসেব অনুযায়ী ওই তহবিলে রয়েছে ৯ কোটি ১০ লক্ষ ডলার।

এপি-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফায়ার্স ‘এর একটি নতুন জরিপে দেখা যাচ্ছে ৫৮ শতাংশ ডেমক্র্যাটরা মনে করেন হ্যারিস খুব উপযুক্ত প্রেসিডেন্ট হবেন। ৩০% জনগণ মনে করেন তিনি উপযুক্ত প্রেসিডেন্ট হবেন । ৭৪% ডেমক্র্যাটসহ ৪৩% প্রাপ্তবয়সী লোকজনের তাঁর সম্পর্কে অনুকুল মতামত আছে।

তবে ডেমক্র্যটরা বাইডেনের উত্তরসুরি হিসেবে নিজে থেকেই হ্যারিসের অগণতান্ত্রিক ভাবে প্রার্থীপদে চলে আসাটা এড়াতে চাইতে পারেন।

উন্মুক্ত কনভেনশান

দলটি উন্মুক্ত কনভেনশনেরও আয়োজন করতে পারে এবং বহু প্রার্থীর মধ্য থেকে একজনকে মনোনীত করতে পারে। এই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে থাকতে পারেন ক্যালিফোর্নিয়ার গভর্ণর গ্যাভিন নিউসম,পেনসিলভেনিয়ার গভর্ণর জোশ শাপিরো কিংবা মিশিগানের গভর্ণর গ্রেচেন উইটমার।

তবে উন্মুক্ত কনভেনশন বিশৃঙ্খল এবং বিভাজিত প্রক্রিয়ার হতে পারে। আর নির্বাচনের দু মাস আগে ডেমক্র্যাটরা সেটা এড়াতে চাইবেন। আবার হ্যারিসকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে দলের একটি মূল ব্লক , কৃষ্ণাঙ্গ নারীরা ক্ষুব্ধ হতে পারেন।

টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটির রাজনৈতিক যোগাযোগ বিভাগের অধ্যাপিকা জেনিফার মার্সিয়েকা ভয়েস অফ আমেরিকাকে বলেন, “ এখন এ পর্যায়ে সবটাই আঁচ অনুমানের বিষয়। আমাদের কোন ধারণা নেই; এ রকমটা আমরা আগে কখনই দেখি নাই।

অন্য একটি অনুষ্ঠানে বাইডেন বলেছিলেন যে ভোটের জরিপের ফলাফল খুব খারাপ হলে কিংবা “ স্বাস্থ্য সংক্রান্ত কোন সমস্যা হলে” অথবা “স্বয়ং সর্বশক্তিমান যদি বেরিয়ে এসে বলেন” তাহলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

এ সপ্তাহের আরও আগের দিকে প্রেসিডেন্ট কভিডে আক্রান্ত হলে তিনি ডেলাওয়ারে তাৎর অবকাশ যাপনের গৃহে নির্জনে বাস করছেন।

XS
SM
MD
LG