অ্যাকসেসিবিলিটি লিংক

ভলকার তুর্ক: ‘কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা অবশ্যই তদন্ত করতে হবে’


জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা যেন আর হতাহত না হন, সে বিষয়ে দৃষ্টি রাখতে দেশটির সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

বুধবার (১৭ জুলাই) এক এক্স পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তুর্ক বলেন, “সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ, বিশেষ করে প্রাণহানির ঘটনায় অবশ্যই তদন্ত করতে হবে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ মৌলিক মানবাধিকার বলে পোস্টে মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

সংঘর্ষে নিহত ৬ জন

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে, বাংলাদেশে শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আর, কয়েকশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও আণ্দোলনরত শিক্ষার্থীরা

মঙ্গলবার (১৬ জুলাই) সংঘর্ষে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুইজন ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন; চট্টগ্রাম কলেজের ছাত্র আকরাম (২৪) ও পথচারী ফারুক (৩৫)। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের ছাত্র আবু সাঈদ (২২) বিকালে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হন।

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে ঢাকা কলেজের সামনে অজ্ঞাতপরিচয় এক যুবকের (আনুমানিক ২৫) মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ঢাকায় আরো একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়লে কয়েকশ’ মানুষ আহত হন। এদেরে মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

XS
SM
MD
LG