বাংলাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১০ মহররম। এই দিনে বিভিন্ন দেশে প্রধানত শিয়া মতাবলম্বী মুসলিমরা আশুরা পালন করেন।
হিজরি ৬১ সনের এই দিনে, পরিবারের সদস্য ও ৭২ জন অনুসারীসহ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন, ইরাকের কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন।
আশুরা উপলক্ষে, পুরান ঢাকার ইমামবাড়া হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া মুসলিমদের কয়েকশ মানুষ। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খিলক্ষেতে গিয়ে মিছিল শেষ হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এছাড়া রাজধানী ঢাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পবিত্র আশুরা উপলক্ষে ইমামবাড়া হোসেনী দালানকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করে। আশুরা দিবস বাংলাদেশে সরকারি ছুটির দিন।