অ্যাকসেসিবিলিটি লিংক

 
ট্রাম্পের ওপর হামলা সম্পর্কে সিক্রেট সার্ভিসের কাছে ব্যাখ্যা চাইলো কংগ্রেস

ট্রাম্পের ওপর হামলা সম্পর্কে সিক্রেট সার্ভিসের কাছে ব্যাখ্যা চাইলো কংগ্রেস


পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণামূলক সমাবেশে বক্তব্য রাখার সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গুলির আঘাত পেলে তাকে সহায়তা করেন সিক্রেট সার্ভিসের সদস্যরা (পেনসিলভানিয়া, ১৩ জুলাই, ২০২৪)
পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণামূলক সমাবেশে বক্তব্য রাখার সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গুলির আঘাত পেলে তাকে সহায়তা করেন সিক্রেট সার্ভিসের সদস্যরা (পেনসিলভানিয়া, ১৩ জুলাই, ২০২৪)

শনিবার পেনসিলভেনিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার ঘটনাটি কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। ট্রাম্প যেই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন, তার মাত্র কয়েক শ ফুট দূরত্বে কীভাবে একজন সম্ভাব্য আততায়ী রাইফেল নিয়ে পৌঁছাতে পারলেন, সে বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েছে দেশটির সিক্রেট সার্ভিস।

বাইডেন প্রশাসনের সদস্য ও কংগ্রেসের সিনিয়র আইনপ্রণেতারা জানিয়েছেন, তারা এই সংস্থার কাছ থেকে সদুত্তর পাওয়ার দাবি জানাবেন। উল্লেখ্য, সাবেক ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট, তাদের পরিবারের সদস্য ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের প্রাথমিক দায়িত্ব সিক্রেট সার্ভিসের।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর ‘হোমল্যান্ড সিকিউরিটির’ কাছে জবাবদিহি করে থাকে সিক্রেট সার্ভিস। সোমবার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাস এই হামলাকে এই এজেন্সির (সিক্রেট সার্ভিস) জন্য ‘একটি ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেন।

কংগ্রেসের সদস্যরা এবং বিশেষত, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ট্রাম্পের রিপাবলিকান পার্টির মিত্ররা এই সংস্থার কাছ থেকে উপযুক্ত জবাব পেতে, আসল ঘটনা জানতে ও তথ্য পেতে শুনানির আয়োজনের দাবি জানিয়েছেন।

প্রতিনিধি পরিষদের নজরদারি ও জবাবদিহি বিষয়ক কমিটির সভাপতি জেমস কোমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “পেনসিলভানিয়ায় (সাবেক) প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার প্রচেষ্টার পর আমেরিকানদের মনে অনেক প্রশ্ন জেগেছে।” তিনি জানান, তার কমিটি “জবাব পেতে কাজ করছে।”

১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রনাল্ড রিগানের ওপর হামলা চালান জন হিঙ্কলি জুনিয়র। সেটা ছিল ট্রাম্পের বিরুদ্ধে হামলার আগে সর্বশেষ কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা। এই হামলায় প্রাণে বেঁচে গিয়েছিলেন রিগান।

রবিবার এনবিসিতে দেওয়া সাক্ষাৎকারে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন অঙ্গীকার করেন, আইনপ্রণেতারা ট্রাম্পের জনসমাবেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য চাইবেন। জানতে চাইবেন, কিভাবে এই হামলা হল।

“কংগ্রেস এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে। নিরাপত্তাব্যবস্থায় বা অন্য কিছুতে কোনো ধরনের ঘাটতি ছিল কি না, তা আমেরিকার জনগণের জানার অধিকার আছে এবং তারা তা জানবেন”, বলেন জনসন।

কোমার সোমবার ফক্স নিউজকে জানান, তিনি ২২ জুলাই একটি শুনানির আয়োজন করেছেন, যেখানে তিনি প্রত্যাশা করছেন সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বারলি এ. চিয়াটল সাক্ষ্য দেবেন। তিনি আরও জানান যে, তার প্রত্যাশা হলো এখন থেকে শুরু করে এক সপ্তাহের মাঝে চিয়াটল এই হামলার প্রেক্ষাপট নিয়ে উল্লেখযোগ্য পরিমাণ তথ্য জোগাড় করতে সক্ষম হবেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনমতে, প্রতিনিধি পরিষদের নিরাপত্তা কমিটির সভাপতি মার্ক গ্রিন রবিবার চিয়াটলের সঙ্গে কথা বলেছেন এবং কমিটির কাছে এই ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার দাবি জানিয়েছেন।

XS
SM
MD
LG