নির্বাচনী জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা সত্যিই দুঃখজনক। তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী। আমরা অবশ্যই তার ওপর এ ধরনের হামলার নিন্দা জানাই।”
শেখ হাসিনা আরো বলেন যে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় কীভাবে এমন ঘটনা ঘটলো। প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অল্পের জন্য বেঁচে গেছেন।
শেখ হাসিনা বিস্ময় প্রকাশ করে বলেন, “গণতন্ত্রের অগ্রপথিক যুক্তরাষ্ট্রের মতো একটি সভ্য দেশে কেন এ ধরনের ঘটনা ঘটলো তা আমাদের প্রশ্ন।”
রিপাবলিকান পার্টি এই হামলার জন্য সরকারকে দোষারোপ করেনি এবং প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার নিন্দা জানিয়েছেন; উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর নির্বাচনী প্রচারের মঞ্চে হামলার ঘটনা নিন্দনীয় বলে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (১৪ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিটে যোগ দেয়ার বিষয়ে ব্রিফিংকালে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “ডনাল্ড ট্রাম্পের ওপর এ হামলায় আমরা চিন্তিত এবং আমরা নিন্দা জানাই। রাজনীতিতে সহিংসতা থাকা উচিত নয়, আমরা তাই মনে করি।”