পেনসিলভেনিয়ার বাটলারে বাহ্যত বন্দুকের গুলির শব্দের পর ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী অভিযান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে তাঁকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় এবং তিনি “ভাল” আছেন।
মুখপাত্র স্টিভেন চেউঙ্গ এক বিবৃতিতে বলেন, “ প্রেসিডেন্ট ট্রাম্প আইন প্রয়োগকারী এবং যাঁরা প্রথমে এগিয়ে এসে এই ঘৃণ্য কর্মকান্ডের সময়ে দ্রুত ব্যবস্থা নিয়েছেন তাঁদেরকে ধন্যবাদ জানান”। মুখপাত্র আরও বলেন , “ তিনি ভাল আছেন এবং একটি স্থানীয় চিকিত্সা কেন্দ্রে তাঁর পরীক্ষা করা হচ্ছে । আরও বিস্তারিত খবর আসছে”।
এই সাবেক প্রেসিডেন্ট এবং সম্ভবত রিপাবলিকান মনোনীত প্রার্থী তাঁর ভাষণের সময়ে সীমান্ত অতিক্রমণকারীদের সংখ্যা নির্দেশক একটি চার্ট তুলে ধরছিলেন। সোমবার রিপাবলিকান জাতীয় কনভেনশনের আগে এটি ছিল তাঁর শেষ সমাবেশ। তখন সমবেত লোকজনের মধ্য দিয়ে শব্দ শোনা যায়। ট্রাম্প তাঁর ডান হাত দিয়ে তাঁর গাল স্পর্শ করার চেষ্টা করছিলেন। তাঁর মুখে রক্ত দেখা যায়। তিনি দ্রুতই বক্তৃতা দেওয়ার স্থানে নীচু হয়ে যান। তাঁর সুরক্ষার দল মঞ্চে দ্রুতই পৌছে যান এবং হাজার হাজার লোকের এই সমাবেশ থেকে চিত্কারের শব্দ শোনা যায়। তিনি দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত তুলে ধরলে সমবেত লোকজন আনন্দ প্রকাশ করে।
তার পরই তার গাড়ির বহর ওই স্থান ত্যাগ করে। তাঁর অবস্থা অবশ্য তাৎক্ষণিক ভাবে জানা যায়নি । ট্রাম্প মঞ্চ ত্যাগ করার পর পুলিশ ওই মাঠ খালি করতে শুরু করে।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তাৎক্ষণিক ভাবে বার্তার কোন জবাব দেয়নি।
প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয় বলে হোয়াইট হাউস জানিয়েছে।
প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সোশ্যাল মাধ্যম এক্স এ লেখেন তিনি ট্রাম্পের জন্য প্রার্থনা করছেন।