অ্যাকসেসিবিলিটি লিংক

টিউলিপ সিদ্দিক ব্রিটেনের নতুন মন্ত্রীসভায় সিটি মিনিস্টার পদে নিয়োগ পেলেন


টিউলিপ সিদ্দিক। ফাইল ফটো।
টিউলিপ সিদ্দিক। ফাইল ফটো।

মঙ্গলবার ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, টিউলিপ সিদ্দিক ব্রিটেনের নতুন মন্ত্রীসভায় সিটি মিনিস্টার পদে নিযুক্ত হয়েছেন । এই পদে তিনি আর্থিক পরিষেবা খাতের তত্বাবধানের দায়িত্বে থাকবেন।

গত সপ্তাহে লেবার পার্টি নির্বাচনে বিপুল বিজয় অর্জনের ফলে কির স্টারমার প্রধান মন্ত্রী হওয়ার পর এই নিযুক্তি দেওয়া হলো।

৪১ বছর বয়সী সিদ্দিক ২০২১ সাল থেকে সিটি অফ লন্ডনের আর্থিক এলাকার নাম অনুসারে ‘দ্য সিটি’ বলে পরিচিত আর্থিক পরিষেবার নীতি প্রণয়নের বিষয়ে লেবারের প্রচেষ্টায় নেতৃত্ব দিয়ে এসেছন।

মে মাসে তিনি দ্য ফিন্যানশিয়াল টাইমসকে বলেন লেবার দল ব্রিটেনের মার্কেট রেগুলেটার ফিন্যানশিয়াল কন্ডাক্ট অথরিটিকে প্রতিযোগিতা ও প্রবৃদ্ধির প্রতিবন্ধকতা দূর করতে চাপ দেবে।

নতুন অর্থমন্ত্রী রেশেল রিভস অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে নতুন “ জাতীয় মিশন চালু করেন যাতে ভবন নির্মাণ, অবকাঠামোগত প্রকল্পের প্রতিবন্ধকতা নিরসন করা এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

টিউলিপ সিদ্দিক একজন সাবেক এইচএসবিসি ব্যাংকারের স্থলভিষিক্ত হলেন যিনি কীনা সাবেক কনজার্ভেটিভ সরকারের আমলে এই ভূমিকা পালন করেন।

XS
SM
MD
LG