অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার পুতিন এবং ভারতের মোদী অনানুষ্ঠানিক আলোচনার জন্য মস্কোতে দেখা করেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর কাছে নভো-ওগারিওভোতে তার বাসভবনে অনানুষ্ঠানিক মুখোমুখি আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে স্বাগত জানান। সোমবার, ৮ জুলাই, ২০২৪।

সদ্য সমাপ্ত ভারতের জাতীয় নির্বাচনে পুনঃনির্বাচিত হওয়ায় মোদীকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট পুতিন, এবং ভারত ও ভারতীয় জনগণের স্বার্থে তার বিজয়ের প্রশংসাও করেন।

সোমবার দুদিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছেছেন মোদী।

একজন শীর্ষ ভারতীয় কর্মকর্তা গত সপ্তাহে বলেছিলেন যে মস্কোতে মোদীর অগ্রাধিকারের মধ্যে রয়েছে রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য ঘাটতি ঠিক করা এবং যেসব ভারতীয় নাগরিককে ভুল বুঝিয়ে ইউক্রেন সংঘাতে লড়াই করতে পাঠানো হয়েছে, তাদের ফিরিয়ে আনা।

দুই নেতা ক্রেমলিনে একটি বৈঠক করেন এবং একসঙ্গে মস্কোতে জাতীয় অর্থনৈতিক অর্জনের প্রদর্শনীতে অ্যাটম প্যাভিলিয়ন পরিদর্শন করেন। বৈঠকের আগে মোদী ক্রেমলিনে পুষ্পস্তবকও অর্পণ করেছিলেন।


XS
SM
MD
LG