অ্যাকসেসিবিলিটি লিংক

‘জাপান বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু’, রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম


রেলপথমন্ত্রী জিল্লুল হাকিমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি। ৮ জুলাই, ২০২৪।
রেলপথমন্ত্রী জিল্লুল হাকিমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি। ৮ জুলাই, ২০২৪।

জাপান বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু; এ কথা বলেছেন বাংলাদেশের রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম।সোমবার (৮ জুলাই) দুপুরে, রেল ভবনে রেলপথমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রেলপথমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ তার উন্নয়নের জন্য জাপানের কাছ থেকে অনেক বেশি পরিমাণে সরকার উন্নয়ন সহায়তা পেয়ে থাকে। “জাপান বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা করেছে। বাংলাদেশ রেলওয়ের অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। ভবিষ্যতে রেলওয়ের প্রকল্পে জাপানের কাজ করার সুযোগ রয়েছে;” যোগ করেন জিল্লুল হাকিম।

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়ার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং রেলওয়ের চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে তার সঙ্গে আলোচনা করেন।

জাপানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের মাতারবাড়ী রেলওয়ে প্রকল্পে আর্থিক ও কারিগরি সহযোগিতা করার জন্য আহবান জানিয়ে বলেন জানান জিল্লুল হাকিম।

জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাজ করার বিষয়ে এবং ভবিষ্যতে আর্থিক সহযোগিতার বিষয়ে আশ্বাস দিয়েছেন।

রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি বলেন, “বাংলাদেশের সঙ্গে জাপানের সুসম্পর্ক রয়েছে। ভবিষ্যতে বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সেই সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে।”

XS
SM
MD
LG