অ্যাকসেসিবিলিটি লিংক

হামাস ইসরায়েলি জিম্মিদের নিয়ে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে, বলছে সূত্র


গাজা ভূখন্ডে ইসরায়েলি বিমান ও স্থল আক্রমণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের রাস্তায় প্রবাহিত নর্দমার নোংরা পানির পাশ দিয়ে হাঁটছে, ৪ জুলাই, ২০২৪।
গাজা ভূখন্ডে ইসরায়েলি বিমান ও স্থল আক্রমণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের রাস্তায় প্রবাহিত নর্দমার নোংরা পানির পাশ দিয়ে হাঁটছে, ৪ জুলাই, ২০২৪।

হামাসের একটি সিনিয়র সূত্র শনিবার রয়টার্সকে জানায়, হামাস গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি চুক্তির প্রথম ধাপ শুরুর ১৬ দিন পর, সৈন্য এবং পুরুষ সহ ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব গ্রহণ করেছে।

এই ইসলামি বিদ্রোহী গোষ্ঠী তাদের একটি দাবি ত্যাগ করেছে যে চুক্তি স্বাক্ষরের আগে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রথমে প্রতিশ্রুতি দিবে এবং ছয় সপ্তাহের প্রথম পর্বের এই আলোচনার সময়ে তার বাস্তবায়ন নিশ্চিত করবে, সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এ কথা জানায় কারণ এই আলোচনাগুলো একান্তে করা হচ্ছে।

আন্তর্জাতিকভাবে মধ্যস্থতাকারী শান্তি প্রচেষ্টা দলের ঘনিষ্ঠ একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলে একটি পরিকাঠামোগত চুক্তি হতে পারে এবং গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে।

ইসরায়েলের আলোচনাকারী দলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলে, এখন চুক্তি অর্জনের একটি বাস্তব সুযোগ রয়েছে। এই মন্তব্যটি গাজায় নয় মাসব্যাপী যুদ্ধের আগের আলোচনার দৃষ্টান্তের সম্পূর্ণ বিপরীত, যে আলোচনায় ইসরায়েল বলেছিল যে হামাসের প্রদত্ত শর্তগুলি অগ্রহণযোগ্য।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন মুখপাত্র ইহুদি স্যাবাথ বা বিশ্রামের দিন, শনিবার এ ব্যাপারে মন্তব্য করার অনুরোধের প্রতি কোনও সাড়া দেননি। শুক্রবার তার দপ্তর জানায়, আগামী সপ্তাহে আলোচনা চলবে এবং জোর দিয়ে বলে যে দুই পক্ষের মধ্যে এখনও দাবির বিষয়ে মতপার্থক্য রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এই সংঘাতে ৩৮,০০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, হামাস ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলিতে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে।

হামাসের সূত্র জানায়, নতুন প্রস্তাবটি নিশ্চিত করে যে যতক্ষণ পর্যন্ত চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য পরোক্ষ আলোচনা অব্যাহত থাকে,মধ্যস্থতাকারীরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ বিতরণ এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার নিশ্চিত করবে ।

ওয়াশিংটন, ইসরায়েল এবং কাতারের মধ্যে একটি সক্রিয় মধ্যস্থতাকারী কূটনীতির মাধ্যমে গত কয়েকদিন ধরে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এই দেশগুলো দোহা থেকে মধ্যস্থতা প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে, যেখানে হামাসের নির্বাসিত নেতারা রয়েছেন।

একটি আঞ্চলিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র প্রশাসন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি চুক্তি নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে।

নেতানিয়াহু শুক্রবার বলেন, ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার প্রধান কাতারে মধ্যস্থতাকারীদের সাথে একটি প্রাথমিক বৈঠক শেষে ফিরে এসেছেন এবং আগামী সপ্তাহেও এই আলোচনা চলবে।

XS
SM
MD
LG