অ্যাকসেসিবিলিটি লিংক

কোটাবিরোধী আন্দোলন: বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনরায় সংস্কারের দাবিতে, ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনরায় সংস্কারের দাবিতে, ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকায় শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার(৬ জুলাই) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে।

এর আগে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বৃহস্পতিবার (৪ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে ব্যারিকেড দেয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। অন্যদিকে, বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনরায় সংস্কারের দাবিতে, ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পরে এক ঘণ্টা পর প্রশাসনের অনুরোধে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

শিক্ষার্থীরা বলেছেন, কোটার কারণে মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। ২০১৮ সালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিলো। আবার কোন উদ্দেশ্যে এটা বহাল হলো তা অজানা। এটা মেনে নেয়া যায় না। কোটা ব্যবস্থা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে সমবেত হয় সাধারণ শিক্ষার্থীরা। কোটা ব্যবস্থা সংস্কারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্যাম্পাসে সমাবেশ করেন। পরে শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টা নাগাদ নগর-জালফৈ বাইপাস এলাকায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ।

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমিন শরীফ বলেন, “অবরোধের খবর শুনে আমরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। এরপর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়।

আগের আন্দোলন

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার (৪ জুলাই) তৃতীয় দিনের মতো রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। এরপর তারা মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগ মোড়ে সমাবেশে যোগ দেন।

কয়েকজন শিক্ষার্থী জানান, সমাবেশে যোগ দিতে মাস্টারদা সূর্যসেন হল থেকে বের হওয়ার সময় তাদের অংশগ্রহণ ঠেকাতে গেটে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগের সূর্যসেন হল শাখার নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থীদের মূল মিছিলটি সূর্যসেন হলে গিয়ে তালা ভেঙে শিক্ষার্থীদের মুক্ত করে।

সমাবেশে আন্দোলনকারীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রয়োজনে রক্ত ঝরাবেন তবু তারা তাদের দাবি আদায় করবেন। এর আগে, মঙ্গলবার ও বুধবার শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।

XS
SM
MD
LG