অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বীপ বন্যা প্লাবিত হওয়ায় নৌকায় সন্তান প্রসব করলেন এক ভারতীয় নারী

পঁচিশ বছর বয়সী জাহানারা খাতুন এবং তার স্বামী কামালউদ্দিন আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদীর উপর ফুলিয়ামারী চরের দ্বীপে কৃষক হিসাবে তাদের জীবিকা নির্বাহ করেন।

ব্রহ্মপুত্র এমনিতেই তার শক্তিশালী এবং অপ্রত্যাশিত প্রবাহের জন্য পরিচিত। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ভারি বর্ষণ ওই অঞ্চলে বসবাসকারী ২,০০০-এরও বেশি মানুষের জন্য নদীটিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

প্রবল বৃষ্টিপাত ও বন্যার ফলে জাহানারা ও কামালউদ্দিনকেও ফুলিয়ামারী চর ছেড়ে কাছাকাছি অন্য একটি দ্বীপে আশ্রয় নিতে বাধ্য করে।

এলাকায় উপস্থিত একটি পরিদর্শনকারী মেডিকেল দল ভারী গর্ভবতী জাহানারাকে তাদের সাথে নৌকায় করে নদীর ওপারের নিকটতম চিকিৎসা কেন্দ্রে যেতে রাজি করায়।

কিন্তু শিশুটি অপেক্ষা করতে পারেনি।

নৌকায় থাকা দলটি দ্রুত কাজ শুরু করে, চিকিৎসা কর্মীরা ডেলিভারিতে সহায়তার জন্য একটি টার্প ধরে আবরণ দেয়।

মাত্র ১০ মিনিট পর শিশুটির জন্ম হয়। উপস্থিত সবাই আনন্দ প্রকাশ করেন।

পরিবার শিশুটির নাম দিয়েছে করিমা, যার অর্থ "দান করা"।


XS
SM
MD
LG